মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। বন্যাজনিত দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিনশাসা ও আশপাশের এলাকাগুলো কাদাপানিতে প্লাবিত হয়ে গেছে। ভূমিধসের কারণে রাস্তাঘাট ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দিন চারেক সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রী জ্যঁ-মিশেল সামা লুকোন্দে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক টেলিভিশন ভাষণে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। প্রাথমিকভাবে মানুষের ক্ষয়ক্ষতির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
কঙ্গোর রাজধানী কিনশাসে প্রায় দেড় কোটি মানুষের বসবাস। অব্যবস্থাপনা আর অনিয়ন্ত্রিত নগরায়ণ শহরটিকে প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার ঝুঁকিতে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্যোগ আরও বাড়ছে।
স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানান, কিনশাসা ও আশপাশের প্রায় ২৪টি এলাকার ১ কোটি ২০ লাখ মানুষ বন্যাকবলিত, যেখানে অনেক মানুষের প্রাণহানি ও ঘরবাড়ি-রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, কিনশাসা ও আশপাশের এলাকা কাদাপানিতে প্লাবিত এবং রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। মন্ট-এনগাফুলা জেলার প্রধান একটি মহাসড়কে ভূমিধসের পর বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগব্যবস্থা। এটি রাজধানীকে মাতাদি বন্দরের সঙ্গে সংযোগকারী প্রধান রুট।
এদিকে কঙ্গোর প্রধানমন্ত্রী ও আঞ্চলিক গভর্নর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। জরুরি অবস্থা মোকাবিলায় স্থানীয় কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০১৯ সালে কিনশাসায় ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে বন্যা পরিস্থিতি দেখা দেয়। সেবার বন্যায় ৩৯ জনের মৃত্যু হয়।
২০২০ সালের বিশ্বব্যাংকের একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, বন্যায় পরিবহন খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে কিনশাসায় প্রতিদিন পরিবারগুলোকে ১২ লাখ ডলার খরচ করতে হয়।
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। বন্যাজনিত দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কিনশাসা ও আশপাশের এলাকাগুলো কাদাপানিতে প্লাবিত হয়ে গেছে। ভূমিধসের কারণে রাস্তাঘাট ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দিন চারেক সময় লাগতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রী জ্যঁ-মিশেল সামা লুকোন্দে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক টেলিভিশন ভাষণে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। প্রাথমিকভাবে মানুষের ক্ষয়ক্ষতির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
কঙ্গোর রাজধানী কিনশাসে প্রায় দেড় কোটি মানুষের বসবাস। অব্যবস্থাপনা আর অনিয়ন্ত্রিত নগরায়ণ শহরটিকে প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার ঝুঁকিতে ফেলেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্যোগ আরও বাড়ছে।
স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানান, কিনশাসা ও আশপাশের প্রায় ২৪টি এলাকার ১ কোটি ২০ লাখ মানুষ বন্যাকবলিত, যেখানে অনেক মানুষের প্রাণহানি ও ঘরবাড়ি-রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, কিনশাসা ও আশপাশের এলাকা কাদাপানিতে প্লাবিত এবং রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। মন্ট-এনগাফুলা জেলার প্রধান একটি মহাসড়কে ভূমিধসের পর বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগব্যবস্থা। এটি রাজধানীকে মাতাদি বন্দরের সঙ্গে সংযোগকারী প্রধান রুট।
এদিকে কঙ্গোর প্রধানমন্ত্রী ও আঞ্চলিক গভর্নর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। জরুরি অবস্থা মোকাবিলায় স্থানীয় কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থার প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০১৯ সালে কিনশাসায় ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে বন্যা পরিস্থিতি দেখা দেয়। সেবার বন্যায় ৩৯ জনের মৃত্যু হয়।
২০২০ সালের বিশ্বব্যাংকের একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, বন্যায় পরিবহন খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে কিনশাসায় প্রতিদিন পরিবারগুলোকে ১২ লাখ ডলার খরচ করতে হয়।
ছত্তিশগড়ের খৈরাগড় জেলার সারাগোন্ডি গ্রামের বৃদ্ধা দেবলা বাই। নিঃসন্তান দেবলা বাই দুই দশক আগে নিজের উঠানে একটি ছোট অশ্বত্থগাছ লাগিয়েছিলেন। স্থানীয়দের ভাষ্য, তিনি গাছটিকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। নিয়মিত পানি দিতেন, পরিচর্যা করতেন। কিন্তু সম্প্রতি সেই গাছটি কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে...
৩২ মিনিট আগেবর নেই, কনেও নেই, কন্যাদান বা সাতপাকের অনুষ্ঠানেরও কোনো নজির নেই—তবু হচ্ছে বিয়ের উৎসব। আলোকসজ্জা, গান, গাঁদা ফুলের মালা, ঝলমলে পোশাক আর অন্তহীন নাচ-গানই এই উৎসবের প্রধান আকর্ষণ। দিল্লির বিভিন্ন বাড়ির ছাদ থেকে শুরু করে হায়দরাবাদের ক্লাব—সর্বত্র এ ধরনের ভুয়া বিয়ের উৎসবে মেতেছে ভারতের তরুণ প্রজন্ম।
১ ঘণ্টা আগেআফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। উভয় দেশই দাবি করছে—তারা একে অপরের সীমান্তচৌকি দখল ও ধ্বংস করেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষ বলে মনে করা হচ্ছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের আলিগড়ে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক (জাতীয়) নেত্রী পূজা শকুন পাণ্ডে। ১৫ দিন পলাতক থাকার পর শুক্রবার রাতে রাজস্থানের ভরতপুর জেলার লোধা বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
৩ ঘণ্টা আগে