Ajker Patrika

ফিলিপাইনে বন্যায় ১৩ জনের মৃত্যু, নিখোঁজ ২৩ 

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৫: ০৯
ফিলিপাইনে বন্যায় ১৩ জনের মৃত্যু, নিখোঁজ ২৩ 

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বড়দিনে তুমুল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এই প্রাণহানি হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

দুই দিনের তুমুল বর্ষণে সৃষ্ট বন্যার পানিতে ডুবেই বেশির ভাগের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এখনো নিখোঁজ ২৩ জন। সোমবার থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত আছে। 

বৃষ্টি ও বন্যায় প্রায় অর্ধলক্ষ মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে বলে জানায় দেশটির দুর্যোগবিষয়ক সংস্থা। স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান কারমেলিতো হেরায় বলেন, উদ্ধার অভিযান চলছে এবং ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গবাদিপশু ও ফসলি জমির। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কোস্ট গার্ড, পুলিশ ও দমকলকর্মীদের কোমরপানিতে নেমে ভূমিধসকবলিত এলাকার বাসিন্দাদের সরিয়ে আনতে দেখা যায়।

৭ হাজার ৬০০টিরও বেশি দ্বীপের দেশ ফিলিপাইন বছরে গড়ে ২০টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কবলে পড়ে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে প্রতিকূলীয় আবহাওয়ার কারণে বন্যা ও ভূমিধসে ফসলের মারাত্মক ক্ষতি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত