ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার
হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজা ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সেই জাদেজা এবার এজবাস্টন টেস্টে ফিরে এলেন পুরোনো ফর্মে।