ক্রীড়া ডেস্ক
খেলার সঙ্গে কখনো রাজনীতি মেশাবেন না—এমন কথা শোনা যায় হরহামেশাই। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব যেভাবে ক্রিকেটের ওপরে পড়েছে, তাতে এমন ‘নীতিবাক্য’ কয়জনই বা মেনে চলেন! সংযুক্ত আরব আমিরাত থেকে শ্রীলঙ্কা—সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে ভারত-পাকিস্তানের আগুনের আঁচ।
দুবাইয়ে ২৮ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ফাইনাল দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপ। ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা, হারিস রউফের বিমান ভূপাতিত করার উদযাপন, হারিসকে জসপ্রীত বুমরার পাল্টা দেওয়া, সাহিবজাদা ফারহানের একে৪৭ উদযাপন, সূর্যকুমার যাদব-হারিসকে আইসিসির শাস্তি দেওয়া, শিরোপা ছাড়া চ্যাম্পিয়ন ভারতের উদযাপন—মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে এসব জিনিস নিয়েই চর্চা হয়েছে। পাশাপাশি দুই দলের সাবেক ক্রিকেটারদের সামাজিক মাধ্যমে বাকযুদ্ধ, নরেন্দ্র মোদির সঙ্গে মহসিন নাকভির তর্কযুদ্ধ চলেছে সমানতালে।
উত্তপ্ত এশিয়া কাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ সময় আজ বেলা সাড়ে তিনটায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গতকাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসেবে আসেন বোলিং কোচ আভিষ্কার সালভি। সংবাদ সম্মেলনে সালভিকে এক পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করেছেন, ‘ভারতীয় অধিনায়কের কাছে প্রশ্ন ছিল। কিন্তু আপনি যেহেতু এসেছেন, প্রশ্নটা আপনাকেই করি। দেখেছি যে ভারত-পাকিস্তানের নারী ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ভালো। এবারের বিশ্বকাপের আগে তা-ই দেখলাম। আপনার কি মনে হয়, এশিয়া কাপে দুই দলের মধ্যে যে তিক্ততা দেখা গিয়েছে, সেটা এবার মেয়েদের ক্রিকেটেও দেখা যাবে?’
অধিনায়ক হারমানপ্রীত কৌরের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা থাকলেও সালভি ছিলেন সেখানে। সে যা-ই হোক, পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে রাজনীতির ইঙ্গিত পেতেই ভারতীয় টিম ম্যানেজার বাদ সেধেছেন। সেই সাংবাদিককে টিম ম্যানেজার বলেন, ‘আপনাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। আমরা বলতে চাচ্ছি যে প্রথম প্রশ্নটা গ্রহণযোগ্য হবে না। তাই দয়া করে পরের প্রশ্নে চলে যান।’
এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তপ্ত। রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ক্রিকেটের ওপর। এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে এক গ্রুপে রাখা নিয়ে হয়েছে কঠোর সমালোচনা। ম্যাচ বয়কটের অনেক চেষ্টা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট অবশ্য সেই আবেদন নাকচ করে দিয়েছিল। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব বলেছিলেন, ‘ভারতীয় সরকার, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—তাদের সঙ্গে মিলিয়েই এই সিদ্ধান্ত (পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানো)। তাদের বিপক্ষে শুধু খেলতে এসেছি।’ সদ্য শেষ হওয়া এশিয়া কাপে তিনবারের দেখাতে তিনবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত।
মেয়েদের ক্রিকেটেও কি ভারত-পাকিস্তান হাত মেলাবে না—এই প্রশ্নটা চলছে ২০২৫ এশিয়া কাপ থেকেই। বিসিসিআইয়ের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে কদিন আগে বলেছিলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না ভারতীয় নারী ক্রিকেটাররা। এরই মধ্যে খেলোয়াড়দের সেটা জানিয়েছে বিসিসিআই।’ যদিও বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া এ ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারেননি। মেয়েদের ওয়ানডেতে এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সব ম্যাচই জিতেছে ভারত। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলম্বোতে আজ বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। গতকাল বৃষ্টিতে ভেসে গেছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ। টসও হয়নি এই ম্যাচে।
খেলার সঙ্গে কখনো রাজনীতি মেশাবেন না—এমন কথা শোনা যায় হরহামেশাই। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব যেভাবে ক্রিকেটের ওপরে পড়েছে, তাতে এমন ‘নীতিবাক্য’ কয়জনই বা মেনে চলেন! সংযুক্ত আরব আমিরাত থেকে শ্রীলঙ্কা—সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে ভারত-পাকিস্তানের আগুনের আঁচ।
দুবাইয়ে ২৮ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ফাইনাল দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপ। ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা, হারিস রউফের বিমান ভূপাতিত করার উদযাপন, হারিসকে জসপ্রীত বুমরার পাল্টা দেওয়া, সাহিবজাদা ফারহানের একে৪৭ উদযাপন, সূর্যকুমার যাদব-হারিসকে আইসিসির শাস্তি দেওয়া, শিরোপা ছাড়া চ্যাম্পিয়ন ভারতের উদযাপন—মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে এসব জিনিস নিয়েই চর্চা হয়েছে। পাশাপাশি দুই দলের সাবেক ক্রিকেটারদের সামাজিক মাধ্যমে বাকযুদ্ধ, নরেন্দ্র মোদির সঙ্গে মহসিন নাকভির তর্কযুদ্ধ চলেছে সমানতালে।
উত্তপ্ত এশিয়া কাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ সময় আজ বেলা সাড়ে তিনটায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গতকাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসেবে আসেন বোলিং কোচ আভিষ্কার সালভি। সংবাদ সম্মেলনে সালভিকে এক পাকিস্তানি সাংবাদিক প্রশ্ন করেছেন, ‘ভারতীয় অধিনায়কের কাছে প্রশ্ন ছিল। কিন্তু আপনি যেহেতু এসেছেন, প্রশ্নটা আপনাকেই করি। দেখেছি যে ভারত-পাকিস্তানের নারী ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ভালো। এবারের বিশ্বকাপের আগে তা-ই দেখলাম। আপনার কি মনে হয়, এশিয়া কাপে দুই দলের মধ্যে যে তিক্ততা দেখা গিয়েছে, সেটা এবার মেয়েদের ক্রিকেটেও দেখা যাবে?’
অধিনায়ক হারমানপ্রীত কৌরের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা থাকলেও সালভি ছিলেন সেখানে। সে যা-ই হোক, পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে রাজনীতির ইঙ্গিত পেতেই ভারতীয় টিম ম্যানেজার বাদ সেধেছেন। সেই সাংবাদিককে টিম ম্যানেজার বলেন, ‘আপনাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। আমরা বলতে চাচ্ছি যে প্রথম প্রশ্নটা গ্রহণযোগ্য হবে না। তাই দয়া করে পরের প্রশ্নে চলে যান।’
এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তপ্ত। রাজনৈতিক বৈরিতার প্রভাব পড়েছে ক্রিকেটের ওপর। এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে এক গ্রুপে রাখা নিয়ে হয়েছে কঠোর সমালোচনা। ম্যাচ বয়কটের অনেক চেষ্টা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট অবশ্য সেই আবেদন নাকচ করে দিয়েছিল। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব বলেছিলেন, ‘ভারতীয় সরকার, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—তাদের সঙ্গে মিলিয়েই এই সিদ্ধান্ত (পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানো)। তাদের বিপক্ষে শুধু খেলতে এসেছি।’ সদ্য শেষ হওয়া এশিয়া কাপে তিনবারের দেখাতে তিনবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত।
মেয়েদের ক্রিকেটেও কি ভারত-পাকিস্তান হাত মেলাবে না—এই প্রশ্নটা চলছে ২০২৫ এশিয়া কাপ থেকেই। বিসিসিআইয়ের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে কদিন আগে বলেছিলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না ভারতীয় নারী ক্রিকেটাররা। এরই মধ্যে খেলোয়াড়দের সেটা জানিয়েছে বিসিসিআই।’ যদিও বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া এ ব্যাপারে স্পষ্ট কিছু বলতে পারেননি। মেয়েদের ওয়ানডেতে এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সব ম্যাচই জিতেছে ভারত। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলম্বোতে আজ বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। গতকাল বৃষ্টিতে ভেসে গেছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচ। টসও হয়নি এই ম্যাচে।
সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়েছেন মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, ইরফান শুক্কুররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন জয়। তাঁর সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়ল চট্টগ্রাম।
৩৭ মিনিট আগেআফগানিস্তানের বিপক্ষে সিরিজ আগেই নিশ্চিত করেছে জাকের আলী অনিকের নেতৃত্বাধীন বাংলাদেশ। আজ জাকের-তানজিদ হাসান তামিমরা নামবেন আফগানদের ধবলধোলাইয়ের উদ্দেশ্যে। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় টি-টোয়েন্টি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এদিকে সিলেটে...
২ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদের সময়টা কাটছে অম্লমধুর। নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে গত সপ্তাহে লা লিগায় ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই রিয়াল পরবর্তীতে জিতেছে টানা দুই ম্যাচ। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা দুই ম্যাচেই দাপটের সঙ্গে জিতেছে জাবি আলোনসোর রিয়াল।
২ ঘণ্টা আগেনুরুল হাসান সোহান আপাতত ফেসবুক থেকে দূরে আছেন। খেলায় ব্যর্থ হলে এখন সামাজিক যোগাযোগের প্রতিটি মাধ্যমে এতটাই বিষাক্ত ট্রল হয়, মানসিক স্বাস্থ্য ঠিক রাখাই কঠিন হয়ে পড়ে খেলোয়াড়দের। মনোযোগটা শুধু খেলায় রাখতে সোহান নিজেকে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখছেন। তাতে ভালো ফলও তিনি পাচ্ছেন।
৩ ঘণ্টা আগে