‘টাকা না আনলে ঘরে ঢুকতে পারবি না’
‘আমরা চার মাস ধরে বেতন পাচ্ছি না। আমাদের ঘরভাড়া জমছে অনেক টাকা। দোকানদারের পাওনাও অনেক। টাকা পাওয়ার আশায় এখানে নয় দিন ধরে আছি। বাচ্চা নিয়ে এখানে অসুস্থ হয়ে গেছি। স্বামী এখন ঘরে ঢুকতে দিচ্ছে না। বলছে, টাকা নিয়া না আসলে ঘরে ঢুকতে পারবি না।’ কথাগুলো বলতে বলতে চোখে একরাশ শূন্যতা ভর করল আসমা বেগমের। দুই