ঠিকঠাক বেতন না পেয়ে বেজায় খেপেছেন দানি আলভেস। পাওনা বেতন পাওয়ার আগ পর্যন্ত স্বদেশি ক্লাব সাও পাওলোর হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্রাজিল ডিফেন্ডার।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাল পেরুর বিপক্ষে খেলেছিল ব্রাজিল। ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলভেস। ম্যাচ শেষ করে ক্লাবে ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার করেন সাও পাওলোর ডিরেক্টর অব ফুটবল কার্লোস বেলমন্টে। তিনি জানান, বেতন বকেয়া থাকায় ক্লাবে না আসার সিদ্ধান্ত নিয়েছেন আলভেস।
যদিও আলভেস নিজে বেতনের অঙ্কের ব্যাপারে কিছু জানাননি। সাও পাওলোর কর্মকর্তারাও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সাও পাওলোর কাছে প্রায় ২১ লাখ ডলার পাওনা রয়েছে আলভেসের।
এর মধ্যে ক্লাবে না ফেরার ঘোষণা দেন আলভেস। বেলমন্টে বলেছেন, ‘তার প্রতিনিধিরা আমাদের জানিয়েছে, সাও পাওলোর সঙ্গে বকেয়া বেতন নিয়ে সমন্বয় না হওয়া পর্যন্ত আলভেস ক্লাবে ফিরবেন না। সাও পাওলো বকেয়া বেতনের বিষয়টি মেনে নিচ্ছে। গত সপ্তাহে আমরা একটি প্রস্তাব দিয়ে চেষ্টা করেছিলাম সমস্যা সমাধানের। তবে, খেলোয়াড়ের প্রতিনিধিরা প্রস্তাবটি গ্রহণ করেননি। আলোচনা চলবে।’
বিষয়টি ক্লাবের কোচ হার্নান ক্রেসপোকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বেলমন্টে। বলেছেন, ‘আমরা তাকে (হার্নান ক্রেসপোকে) জানিয়েছি সাও পাওলোর হয়ে খেলার জন্য দানি আলভেসকে আপাতত পাওয়া যাবে না।
ঠিকঠাক বেতন না পেয়ে বেজায় খেপেছেন দানি আলভেস। পাওনা বেতন পাওয়ার আগ পর্যন্ত স্বদেশি ক্লাব সাও পাওলোর হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্রাজিল ডিফেন্ডার।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাল পেরুর বিপক্ষে খেলেছিল ব্রাজিল। ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলভেস। ম্যাচ শেষ করে ক্লাবে ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার করেন সাও পাওলোর ডিরেক্টর অব ফুটবল কার্লোস বেলমন্টে। তিনি জানান, বেতন বকেয়া থাকায় ক্লাবে না আসার সিদ্ধান্ত নিয়েছেন আলভেস।
যদিও আলভেস নিজে বেতনের অঙ্কের ব্যাপারে কিছু জানাননি। সাও পাওলোর কর্মকর্তারাও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সাও পাওলোর কাছে প্রায় ২১ লাখ ডলার পাওনা রয়েছে আলভেসের।
এর মধ্যে ক্লাবে না ফেরার ঘোষণা দেন আলভেস। বেলমন্টে বলেছেন, ‘তার প্রতিনিধিরা আমাদের জানিয়েছে, সাও পাওলোর সঙ্গে বকেয়া বেতন নিয়ে সমন্বয় না হওয়া পর্যন্ত আলভেস ক্লাবে ফিরবেন না। সাও পাওলো বকেয়া বেতনের বিষয়টি মেনে নিচ্ছে। গত সপ্তাহে আমরা একটি প্রস্তাব দিয়ে চেষ্টা করেছিলাম সমস্যা সমাধানের। তবে, খেলোয়াড়ের প্রতিনিধিরা প্রস্তাবটি গ্রহণ করেননি। আলোচনা চলবে।’
বিষয়টি ক্লাবের কোচ হার্নান ক্রেসপোকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বেলমন্টে। বলেছেন, ‘আমরা তাকে (হার্নান ক্রেসপোকে) জানিয়েছি সাও পাওলোর হয়ে খেলার জন্য দানি আলভেসকে আপাতত পাওয়া যাবে না।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজ জিততে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশের জন্য এখন শেষ দুই ম্যাচ জিততে হবে। আবুধাবিতে আজ বাঁচা-মরার ম্যাচে ফিল্ডিং পেল বাংলাদেশ।
১৩ মিনিট আগেটেস্ট অধিনায়ক হওয়ার পর রানের বন্যা বইয়ে দিচ্ছেন শুবমান গিল। সেঞ্চুরি করা যেন এখন তাঁর কাছে ডালভাত। দিল্লিতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাতে বিরাট কোহলির সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন গিল। গিলের রেকর্ড সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ভারত।
১৫ মিনিট আগেবিশাখাপত্তনমে পরশু নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষ হওয়ার দুই দিনের মাথায় দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো মালাবাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁর নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্টও।
২ ঘণ্টা আগেকানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে ধুঁকছেন সাকিব আল হাসান। ব্যাটিং-বোলিং কোথাও তিনি কিছু করতে পারছেন না। দল মন্ট্রিল রয়্যাল টাইগার্সও এই ভালো তো এই খারাপ। রানের খাতা খুলতে পারেননি এখন পর্যন্ত।
৩ ঘণ্টা আগে