Ajker Patrika

বকেয়া বেতনের দাবি পোশাক শ্রমিকদের

উত্তরা প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১০: ৫৫
বকেয়া বেতনের দাবি পোশাক  শ্রমিকদের

দক্ষিণখানে বেতন-ভাতার দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন জে এ ফ্যাশনের শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ৩০ মিনিটের জন্য কসাইবাড়ি টু কাঁচকুড়া সড়কের দক্ষিণখান অংশে অবরোধ করেন প্রায় ৫০০ শ্রমিক।

বেলা ১টার দিকে গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকেরা। এর আগে সকাল ৮টা থেকে ওই জায়গায় জড়ো হয়ে বিক্ষোভ করেন তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় প্রতি মাসেই মালিক কর্তৃপক্ষ বেতন-ভাতা দেওয়ার কথা বলে পরে আবার টালবাহানা করে। এতে বেতন পেতে মাসের ২৩-২৫ তারিখ হয়ে যায়। সোমবারও আমাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা কথা রাখেনি, তাই রাস্তায় নেমেছি।’

জে এ ফ্যাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল হাসান মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের লেনদেনে সমস্যা তৈরি হওয়ায় শ্রমিকদের বেতন সোমবার দেওয়া হয়নি। আশা করি, আগামী সপ্তাহেই দিতে পারব। শ্রমিকদের আশ্বাস দেওয়ায় তারা আন্দোলন তুলে নিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত