ছয় মাস বেতন না পেয়ে পদত্যাগ করলেন চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জাভিদ আহমাদ কায়েম। গতকাল সোমবার এক টুইট বার্তায় তিনি নিজেই এমনটি জানিয়েছেন।
সশস্ত্র গোষ্ঠী তালেবান গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অর্থনৈতিক সংকট ক্রমে বেড়েই চলেছে।
পদত্যাগের বিষয় জানিয়ে চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জাভিদ আহমাদ কায়েম বলেন, দূতাবাসে দায়িত্ব পালনরত কর্মকর্তারা গত ছয় মাস ধরে কোনো বেতন পাননি। আর তাই ফোনের উত্তর দেওয়ার জন্য মাত্র একজন স্টাফকে রেখে যাওয়া হচ্ছে।
গত ১ জানুয়ারি আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদত্যাগপত্র পাঠান কায়েম। ওই চিঠি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, সম্মানজনক দায়িত্বের সমাপ্তি, রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করেছি। আফগানিস্তানের পতাকা ও আফগানদের প্রতিনিধিত্ব করাটা সম্মানের।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর চীনে কর্মরত আফগান দূতাবাসের কর্মীদের জন্য অনেক কষ্টে অর্থ সংগ্রহ করতে হয়েছে বলে জানান জাভিদ আহমেদ কায়েম। তার পরও উত্তরসূরির জন্য কিছু অর্থ রেখে গেছেন বলে জানান কায়েম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই পত্রে জাভিদ কায়েম উল্লেখ করেন, ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে ১ লাখ মার্কিন ডলার অবশিষ্ট আছে।
জাভিদ আহমাদ কায়েমের পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে তিনি কিছু জানাননি।
কায়েম তাঁর ওই পদত্যাগপত্রে আফগান দূতাবাসের চিত্র তুলে ধরেন। তিনি জানান, দূতাবাসের পাঁচটি গাড়ির চাবি তিনি তাঁর অফিসে রেখে দিয়েছেন এবং অন্য সব কূটনীতিক চলে যাওয়ার পর কেবল ফোনকল রিসিভ করার জন্য স্থানীয়ভাবে একজন কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ছয় মাস বেতন না পেয়ে পদত্যাগ করলেন চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জাভিদ আহমাদ কায়েম। গতকাল সোমবার এক টুইট বার্তায় তিনি নিজেই এমনটি জানিয়েছেন।
সশস্ত্র গোষ্ঠী তালেবান গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অর্থনৈতিক সংকট ক্রমে বেড়েই চলেছে।
পদত্যাগের বিষয় জানিয়ে চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জাভিদ আহমাদ কায়েম বলেন, দূতাবাসে দায়িত্ব পালনরত কর্মকর্তারা গত ছয় মাস ধরে কোনো বেতন পাননি। আর তাই ফোনের উত্তর দেওয়ার জন্য মাত্র একজন স্টাফকে রেখে যাওয়া হচ্ছে।
গত ১ জানুয়ারি আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদত্যাগপত্র পাঠান কায়েম। ওই চিঠি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, সম্মানজনক দায়িত্বের সমাপ্তি, রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করেছি। আফগানিস্তানের পতাকা ও আফগানদের প্রতিনিধিত্ব করাটা সম্মানের।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর চীনে কর্মরত আফগান দূতাবাসের কর্মীদের জন্য অনেক কষ্টে অর্থ সংগ্রহ করতে হয়েছে বলে জানান জাভিদ আহমেদ কায়েম। তার পরও উত্তরসূরির জন্য কিছু অর্থ রেখে গেছেন বলে জানান কায়েম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই পত্রে জাভিদ কায়েম উল্লেখ করেন, ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে ১ লাখ মার্কিন ডলার অবশিষ্ট আছে।
জাভিদ আহমাদ কায়েমের পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে তিনি কিছু জানাননি।
কায়েম তাঁর ওই পদত্যাগপত্রে আফগান দূতাবাসের চিত্র তুলে ধরেন। তিনি জানান, দূতাবাসের পাঁচটি গাড়ির চাবি তিনি তাঁর অফিসে রেখে দিয়েছেন এবং অন্য সব কূটনীতিক চলে যাওয়ার পর কেবল ফোনকল রিসিভ করার জন্য স্থানীয়ভাবে একজন কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ক্লাউডবার্স্ট, আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের জম্মু ও কাশ্মীর। গত চার দিনে জম্মু ও কাশ্মীরের তিনটি ভিন্ন স্থানে ক্লাউডবার্স্টে ৬৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২২ জন। এ অবস্থায় আজ সোমবার ওই অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
৪০ মিনিট আগেইউরোপজুড়ে ব্যাপক অবনতি হয়েছে দাবদাহ পরিস্থিতি। সবচেয়ে শোচনীয় অবস্থা স্পেনের। তীব্র দাবদাহে দেশটির অন্তত ২০টি স্থানে বড়সড় দাবানলে পুড়ছে একরের পর একর জমি। প্রচণ্ড গরমে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে দাবানল। পরিস্থিতি সামাল দিতে নতুন করে সেনাবাহিনীর আরও ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে।
১ ঘণ্টা আগেপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া এক কট্টর ডানপন্থী ইসরায়েলি এমপির ভিসা বাতিল করেছে। এই ভিসা বাতিল করা হয়েছে তাঁর সফর শুরুর কয়েক ঘণ্টা আগে। সিমচা রথম্যান নামে ওই এমপি কট্টর ইহুদিবাদী। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেইসরায়েলের ডি-ফ্যাক্টো রাজধানী তেল আবিবের ‘জিম্মি স্কোয়ার’ ও এর আশপাশের রাস্তাঘাটে প্রায় ৫ লাখ মানুষ সমবেত হয়েছিলেন। সমাবেশে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করার দাবি জানিয়েছেন ইসরায়েল সরকারের প্রতি। পাশাপাশি তারা যুদ্ধ বন্ধে এক সমন্বিত চুক্তির দাবিও জানিয়েছেন।
২ ঘণ্টা আগে