গুরুকে হারালেন রুদ খুলিত-কোম্যান-ফন বাস্তেনরা
নেদারল্যান্ডসের ফুটবলে কখনো প্রতিভার অভাব হয়নি। টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফের পর ডাচরা পেয়েছিল রুদ খুলিত, রোনাল্ড কোম্যান, মার্কো ফন বাস্তেনের মতো খেলোয়াড়দের। তার পরও ফুটবল ইতিহাসে তাঁদের সমার্থক হয়ে আছে ‘ট্র্যাজেডি’ নামের এক শব্দ। তিনবার ফাইনাল খেলেও বিশ্বকাপ জেতা হয়নি নেদারল্যান্ডসের।