Ajker Patrika

আফ্রিকান নেশনস কাপ থেকে বিদায় বিশ্বকাপে খেলা পাঁচ দলের

আফ্রিকান নেশনস কাপ থেকে বিদায় বিশ্বকাপে খেলা পাঁচ দলের

কাতার বিশ্বকাপে রূপকথার জন্ম দিয়েছিল মরক্কো। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ইতিহাস গড়েছিল তারা। এবার তাদের বিদায়ের মধ্যে দিয়েই আফ্রিকান কাপ অব নেশনসে একটা চক্রও পূরণ হলো।

আর সেটা হলো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সর্বশেষ বিশ্বকাপে খেলা আফ্রিকার পাঁচ দলই। গত পরশু দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ গোলে হেরে সেই চক্রটা পূরণ করেছে মরক্কো। দক্ষিণ আফ্রিকার হয়ে গোল দুটি করেছেন এভিডেন্স মাকগোপা ও তেবাহো মোকোয়েনা।

৮৪ মিনিটে ব্যবধান কমানোর দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন আশরাফ হাকিমি। কিন্তু পেনাল্টি মিস করেন মরক্কোর সবচেয়ে বড় তারকা। অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন সোফিয়ান আমারবাতও। অথচ, শিরোপা জয়ের অন্যতম দাবিদার ছিল মরক্কো। কারণটাও স্পষ্ট বিশ্বকাপের পর শেষ ১৩ ম্যাচে মাত্র দুইবার হেরেছে তারা। সর্বশেষসহ দুটি হারের ঘাতক এই দক্ষিণ আফ্রিকা।

মরক্কোর বিদায়ের আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বিশ্বকাপে খেলা অন্য চার দল ঘানা, সেনেগাল, তিউনিসিয়া ও ক্যামেরুন। তাদের সঙ্গে শেষ ষোলোয় বিদায় নিয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন মিশরও। আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি শুরু শেষ আট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত