Ajker Patrika

ব্রাজিল-আর্জেন্টিনায়ও যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১০: ০৪
ব্রাজিল-আর্জেন্টিনায়ও যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণ গণনা তো হয়ে গেছে গত মাসেই। মার্কিন যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্ট শুরু হতে আর বাকি নেই ৭৫ দিনও। বিশ্বকাপও তাই বেরিয়েছে বিশ্বভ্রমণে।

নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের সূচনা করলেন টুর্নামেন্টটির প্রথম সেঞ্চুরিয়ান ক্রিস গেইল। ‘ইউনিভার্স বসের’ সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের তারকা ক্রিকেটার আলি খান। আয়োজক দুই দেশ—ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের ৯টি ভেন্যুসহ ১৫টি দেশে ভ্রমণ করবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। এই ১৫ দেশের পাশাপাশি ব্রাজিল, আর্জেন্টিনা, কানাডার মতো উদীয়মান দেশগুলোতেও যাবে বিশ্বকাপের ট্রফি। দক্ষিণ আমেরিকার দুই প্রতিবেশী ব্রাজিল-আর্জেন্টিনায় বিশ্বকাপের ট্রফি যাবে এই মাসের শেষেই। আপাতত এক মাসে কোন কোন দেশে বিশ্বকাপের ট্রফি ভ্রমণ করবে, তার তালিকা প্রকাশ করেছে আইসিসি।

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২০ দল। ২৯ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ৫৫টি। 

এক মাসে কোথায় কোথায় যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি
১৮-২০ মার্চ       নিউইয়র্ক
২১-২৩ মার্চ       হিউস্টন, গ্র্যান্ড প্রেইরি, ডালাস
২৬-২৭ মার্চ       বুয়েনস এইরেস
২৮-২৯ মার্চ       সাও পাওলো
৩-৪ এপ্রিল       জ্যামাইকা
১৩-১৪ এপ্রিল    বারবাডোজ
১৭-১৮ এপ্রিল    অ্যান্টিগা অ্যান্ড বারবুডা
১৯-২০ এপ্রিল   সেন্ট লুসিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত