ফুটবলারদের পছন্দের ক্লাব খুঁজে দিয়ে বিখ্যাত তাঁরা
জোনাথান বার্নেট, হোর্হে মেন্দেস, ভোলকার স্ট্রুথ—ফুটবলপ্রেমীদের কাছে এ নামগুলো মোটেই অচেনা নয়। বরং অনেক ফুটবলপ্রেমী নিয়মিত অনুসরণ করেন তাঁদের কার্যবিধি। এরাই মূলত ফুটবলারদের পছন্দের ক্লাব খুঁজে দিয়ে থাকেন। ফুটবল দুনিয়ার প্রভাবশালী এই লোকগুলোর পরিচয় এজেন্ট হিসেবে। দলবদলের সময় তাদের প্রভাবে বদলে যায় ফু