নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘তাঁর অনেক কিছু প্রাপ্য। আমরা সৌভাগ্যবান যে ওনার মতো এখন আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন। সম্মানটা তাঁর প্রাপ্য। আমরা যতটা সম্ভব চেষ্টা করব তাঁকে যথার্থ সম্মানটা দেওয়ার।’—ফাইনালের আগে প্রাপ্য সম্মানটা গোলাম রব্বানী ছোটনকে দিয়েছিলেন তাঁর ‘প্রিয়’ সাবিনা খাতুন।
তবে সেই সম্মানটা সার্থকতা পেত না যদি দশরথে ফাইনালে নেপালের কাছে হেরে যেতেন সাবিনারা। ৩-১ গোলে ঐতিহাসিক এক জয় পেয়েছেন সাবিনারা। দেশকে এনে দিয়েছেন সাফের শিরোপা। সেই শিরোপা এক অর্থে ছোটনের জন্য তাঁর শিষ্যদের গুরু দক্ষিণাও বটে।
ফুটবলের পথে হাঁটতে শেখার আগে ছোটনকে কোচ হিসেবে পেয়েছিলেন সাবিনারা। ২০০৯ সালে যখন বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পান ছোটন, তখন হয়তো মারিয়া-সানজিদারা বলে মাত্র লাথি মারা শিখেছেন। যখন দায়িত্ব পেলেন, লড়াই করার মতো খুব বেশি কাউকে পাননি ছোটন। সাবিনা, অংম্রাচিং, সুইনু প্রু মারমাদের জন্মগত প্রতিভা থাকলেও ছিল না প্রতিযোগিতামূলক ফুটবলে খেলার অভিজ্ঞতা। ভঙ্গুর একটা দল নিয়ে লড়াই করে গেছেন ছোটন, হাল ছাড়েননি। সেই হাল না ছাড়া মানসিকতায় মেয়েদের নিয়ে জিতেছেন প্রথম সাফের শিরোপা।
বাফুফে ভবনে প্রতি বিকেলে একটা দৃশ্য নিয়মিত দেখা যায়। দল বেঁধে ভবনের চার তলার ক্যাম্প থেকে ভবনের সামনে জিমনেসিয়ামে যাচ্ছেন বয়সভিত্তিক একঝাঁক ফুটবলার। প্রায় প্রতি সময়ই কোন না কোন দলের সঙ্গে জিমে ব্যস্ত ছোটন। ভোরের আলো ফুটতেই মতিঝিলের বাফুফে ভবন থেকে মেয়েদের নিয়ে কমলাপুর স্টেডিয়ামে শুরু হয় ছোটনের প্রাত্যহিক দিন। নারী দল কবে শিরোপা জিতবে, এমন প্রশ্নে বহুবার শুনতে হয়েছে তাঁকে। জবাবে শুধু ছোটন উত্তর দিয়েছেন,‘সময়ের প্রয়োজন।’ সময় আর সুযোগ-সুবিধা পেলে কী করা সম্ভব, পুরুষ দলের নাকের ডগা দিয়ে তা করে দিয়েছেন নারী ফুটবলের স্বনামধন্য এই কোচ।
বাংলাদেশের বর্তমান দলকে একহাতে গড়ে তুলেছেন ছোটন। সেই অনূর্ধ্ব-১৫ দল থেকে ছোটনের কোচিংয়ের ছায়ায় আছেন মারিয়া-মণিকারা। সাবিনাদের আন্তর্জাতিক ফুটবলের স্পর্শও ছোটনের হারত ধরে। নারী সাফসহ জিতেছেন ছয়টি আন্তর্জাতিক শিরোপা কিন্তু সব সময়ই নিজেকে রেখেছেন পর্দার আড়ালে। ফাইনালে আসার কৃতিত্ব শিষ্যদের দিয়েছেন। দীর্ঘদিনের শিষ্য সাবিনা খুব কাছ থেকে দেখেছেন ছোটনকে। স্বপ্নের শিরোপাটা তাই কোচের জন্যই জিততে চেয়েছিলেন তাঁরা। সাবিনাদের স্বপ্নটা সত্যি হয়েছে, এবার কি শিষ্যদের হাসিতে নিজের সুখ খুঁজে পাচ্ছেন ছোটন?
গতকাল ফাইনাল জেতার পর ছোটনের নিজের একটা দুঃখ লাঘব হয়েছে, ‘‘আজ এটা বলতে হয়, যখন আমি নারী দলের কোচের দায়িত্ব নিয়েছিলাম, তখন আমার বন্ধু-বান্ধবরাও আমাকে বলত যে ‘মহিলা কোচ’! যখন রাস্তায় হেঁটে যেতাম, আমাকে বলা হতো, ‘মহিলা কোচ’। এভাবে উপহাস করত। আমার কাছে তেমন কিছু মনে হতো না। আমি কাজকেই পছন্দ করতাম।’’
আগের মতো এই সাফল্যেও সব কৃতিত্ব সাবিনাদেরই দিচ্ছেন গুরু ছোটন, ‘মেয়েদের আবারও স্যালুট জানাব। তারা আসলে অবিশ্বাস্য ফুটবল খেলেছে! দেশের প্রতি, বাবা-মায়ের প্রতি তাদের যে কৃতজ্ঞতাবোধ, সেটা তারা দেখিয়েছে। আজ মেয়েরা এ পর্যন্ত এসেছে, তারা তৈরি হয়েছে। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ২০১৬ সালে স্বপ্ন দেখেছিলেন (মেয়েদের নিয়ে), দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ যদি দিতে পারি, এক সঙ্গে মেয়েদের যদি রাখতে পারি, তাহলে সাফল্য আসবে। সেটা আজ এসেছে।’
‘তাঁর অনেক কিছু প্রাপ্য। আমরা সৌভাগ্যবান যে ওনার মতো এখন আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন। সম্মানটা তাঁর প্রাপ্য। আমরা যতটা সম্ভব চেষ্টা করব তাঁকে যথার্থ সম্মানটা দেওয়ার।’—ফাইনালের আগে প্রাপ্য সম্মানটা গোলাম রব্বানী ছোটনকে দিয়েছিলেন তাঁর ‘প্রিয়’ সাবিনা খাতুন।
তবে সেই সম্মানটা সার্থকতা পেত না যদি দশরথে ফাইনালে নেপালের কাছে হেরে যেতেন সাবিনারা। ৩-১ গোলে ঐতিহাসিক এক জয় পেয়েছেন সাবিনারা। দেশকে এনে দিয়েছেন সাফের শিরোপা। সেই শিরোপা এক অর্থে ছোটনের জন্য তাঁর শিষ্যদের গুরু দক্ষিণাও বটে।
ফুটবলের পথে হাঁটতে শেখার আগে ছোটনকে কোচ হিসেবে পেয়েছিলেন সাবিনারা। ২০০৯ সালে যখন বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পান ছোটন, তখন হয়তো মারিয়া-সানজিদারা বলে মাত্র লাথি মারা শিখেছেন। যখন দায়িত্ব পেলেন, লড়াই করার মতো খুব বেশি কাউকে পাননি ছোটন। সাবিনা, অংম্রাচিং, সুইনু প্রু মারমাদের জন্মগত প্রতিভা থাকলেও ছিল না প্রতিযোগিতামূলক ফুটবলে খেলার অভিজ্ঞতা। ভঙ্গুর একটা দল নিয়ে লড়াই করে গেছেন ছোটন, হাল ছাড়েননি। সেই হাল না ছাড়া মানসিকতায় মেয়েদের নিয়ে জিতেছেন প্রথম সাফের শিরোপা।
বাফুফে ভবনে প্রতি বিকেলে একটা দৃশ্য নিয়মিত দেখা যায়। দল বেঁধে ভবনের চার তলার ক্যাম্প থেকে ভবনের সামনে জিমনেসিয়ামে যাচ্ছেন বয়সভিত্তিক একঝাঁক ফুটবলার। প্রায় প্রতি সময়ই কোন না কোন দলের সঙ্গে জিমে ব্যস্ত ছোটন। ভোরের আলো ফুটতেই মতিঝিলের বাফুফে ভবন থেকে মেয়েদের নিয়ে কমলাপুর স্টেডিয়ামে শুরু হয় ছোটনের প্রাত্যহিক দিন। নারী দল কবে শিরোপা জিতবে, এমন প্রশ্নে বহুবার শুনতে হয়েছে তাঁকে। জবাবে শুধু ছোটন উত্তর দিয়েছেন,‘সময়ের প্রয়োজন।’ সময় আর সুযোগ-সুবিধা পেলে কী করা সম্ভব, পুরুষ দলের নাকের ডগা দিয়ে তা করে দিয়েছেন নারী ফুটবলের স্বনামধন্য এই কোচ।
বাংলাদেশের বর্তমান দলকে একহাতে গড়ে তুলেছেন ছোটন। সেই অনূর্ধ্ব-১৫ দল থেকে ছোটনের কোচিংয়ের ছায়ায় আছেন মারিয়া-মণিকারা। সাবিনাদের আন্তর্জাতিক ফুটবলের স্পর্শও ছোটনের হারত ধরে। নারী সাফসহ জিতেছেন ছয়টি আন্তর্জাতিক শিরোপা কিন্তু সব সময়ই নিজেকে রেখেছেন পর্দার আড়ালে। ফাইনালে আসার কৃতিত্ব শিষ্যদের দিয়েছেন। দীর্ঘদিনের শিষ্য সাবিনা খুব কাছ থেকে দেখেছেন ছোটনকে। স্বপ্নের শিরোপাটা তাই কোচের জন্যই জিততে চেয়েছিলেন তাঁরা। সাবিনাদের স্বপ্নটা সত্যি হয়েছে, এবার কি শিষ্যদের হাসিতে নিজের সুখ খুঁজে পাচ্ছেন ছোটন?
গতকাল ফাইনাল জেতার পর ছোটনের নিজের একটা দুঃখ লাঘব হয়েছে, ‘‘আজ এটা বলতে হয়, যখন আমি নারী দলের কোচের দায়িত্ব নিয়েছিলাম, তখন আমার বন্ধু-বান্ধবরাও আমাকে বলত যে ‘মহিলা কোচ’! যখন রাস্তায় হেঁটে যেতাম, আমাকে বলা হতো, ‘মহিলা কোচ’। এভাবে উপহাস করত। আমার কাছে তেমন কিছু মনে হতো না। আমি কাজকেই পছন্দ করতাম।’’
আগের মতো এই সাফল্যেও সব কৃতিত্ব সাবিনাদেরই দিচ্ছেন গুরু ছোটন, ‘মেয়েদের আবারও স্যালুট জানাব। তারা আসলে অবিশ্বাস্য ফুটবল খেলেছে! দেশের প্রতি, বাবা-মায়ের প্রতি তাদের যে কৃতজ্ঞতাবোধ, সেটা তারা দেখিয়েছে। আজ মেয়েরা এ পর্যন্ত এসেছে, তারা তৈরি হয়েছে। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ২০১৬ সালে স্বপ্ন দেখেছিলেন (মেয়েদের নিয়ে), দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ যদি দিতে পারি, এক সঙ্গে মেয়েদের যদি রাখতে পারি, তাহলে সাফল্য আসবে। সেটা আজ এসেছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪