Ajker Patrika

ফুটবলারদের পছন্দের ক্লাব খুঁজে দিয়ে বিখ্যাত তাঁরা

আপডেট : ২০ জুলাই ২০২২, ১৫: ২৪
ফুটবলারদের পছন্দের ক্লাব খুঁজে দিয়ে বিখ্যাত তাঁরা

জোনাথান বার্নেট, হোর্হে মেন্দেস, ভোলকার স্ট্রুথ—ফুটবলপ্রেমীদের কাছে এ নামগুলো মোটেই অচেনা নয়। বরং অনেক ফুটবলপ্রেমী নিয়মিত অনুসরণ করেন তাঁদের কার্যবিধি। এরাই মূলত ফুটবলারদের পছন্দের ক্লাব খুঁজে দিয়ে থাকেন। ফুটবল দুনিয়ার প্রভাবশালী এই লোকগুলোর পরিচয় এজেন্ট হিসেবে। দলবদলের সময় তাদের প্রভাবে বদলে যায় ফুটবলের মহাতারকাদের ভবিষ্যৎ গন্তব্যও।
অনেক ফুটবলারের এজেন্ট হিসেবে কাজ করেন তাঁদের পরিবারের সদস্য অর্থাৎ বাবা, মা, ভাইবোনেরা। তবে বেশির ভাগ তারকা নির্ভর করেন এজেন্টদের ওপর। যেমন—ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য নতুন ক্লাবের সন্ধান করছেন মেন্দেস। যিনি আরও একাধিক ফুটবল তারকার এজেন্টও বটে। তেমন কয়েকজন এজেন্টদের এই আয়োজন।

জোনাথান বার্নেটজোনাথান বার্নেট

এজেন্সি: আইসিএম স্টেলার গ্রুপ

গুরুত্বপূর্ণ তারকা: জ্যাক গ্রিলিশ, গ্যারেথ বেল, সাউল নিগুয়েজ, রুবেন লোফটাস-চেক ও জর্ডান পিকফোর্ড।

চুক্তি করিয়েছেন: ১৩ হাজার ৫৮৪ কোটি টাকা

কমিশন পেয়েছেন: ১ হাজার ৩৭০ কোটি টাকা

বার্নেটকে ২০১৯ সালে ফোর্বস বিশ্বের সবচেয়ে বেশি প্রভাবশালী ফুটবল এজেন্টের স্বীকৃতি দিয়েছিল। তাঁর মাধ্যমেই ২০১৩ সালে ৮৬ মিলিয়ন পাউন্ডে গ্যারেথ বেল টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে গিয়েছিল। এটিকে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় চুক্তি বিবেচনা করা হয়। আর বার্নেটের সাম্প্রতিক করা চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জ্যাক গ্রিলিশকে অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটিতে পাঠানো। মজার ব্যাপার হচ্ছে, ফুটবলের বিখ্যাত এজেন্ট বার্নেটের প্রথম গ্রাহক ছিলেন ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা।

হোর্হে মেন্দেসহোর্হে মেন্দেস

এজেন্সি: জেস্টিফিউট ইন্টারন্যাশনাল

গুরুত্বপূর্ণ তারকা: ক্রিস্টিয়ানো রোনালদো, হামেস রদ্রিগেজ, আনহেল দি মারিয়া, দাভিদ দি হেয়া, থিয়াগো সিলভা ও হোসে মরিনহো।

মোট চুক্তি করিয়েছেন: ৭ হাজার ৯৩ কোটি টাকা

কমিশন পেয়েছেন: ৭১১ কোটি টাকা

সম্ভবত এই মুহূর্তে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় এজেন্টের নাম হচ্ছে হোর্হে মেন্দেস। সুপার এজেন্ট হিসেবে দুনিয়াজুড়ে তাঁর পরিচিতি। ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় দুই তারকার একজন ক্রিস্টিয়ানো রোনালদোর এজেন্টের দায়িত্ব পালন করেন তিনি। এখনো রোনালদোর জন্য নতুন ক্লাবের সন্ধানে আছেন তিনি। একসময় তাঁর প্রশংসা করেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসনও।

মিনো রাইওলামিনো রাইওলা

এজেন্সি: মিনো রাইওলা

মোট চুক্তি করিয়েছেন: ৫ হাজার ৩৬ কোটি টাকা

কমিশন পেয়েছেন: ৭০১ কোটি টাকা

গুরুত্বপূর্ণ তারকা: পল পগবা, হেনরিখ মিখতারিয়ান, ব্লেইস মাতুইদি, জ্লাতন ইব্রাহিমোভিচ, রোমেলু লুকাকু, মারিও বালোতেল্লি ও আর্লিং হালান্ড।

মিনো রাইওলা মারা গেছেন গত এপ্রিলে। তবে এখনো তাঁর প্রভাব থেকে বের হতে পারেনি ফুটবলদুনিয়া। নিজের সময়ের অন্যতম সেরা এজেন্ট হিসেবে থেকে যাবে রাইওলার নাম। জ্লাতন ইব্রাহিমোভিচ, পল পগবা ও লুকাকুদের মতো তারকাদের এজেন্টের দায়িত্ব পালন করে খ্যাতি অর্জন করেছিলেন রাইওলা। অনেক বড় বড় দলবদলের সঙ্গে যুক্ত থেকে নিজের নামের পাশে ‘দলবদলের গডফাদার’ তকমা লাগিয়েছিলেন রাইওলা। তাঁর মৃত্যুর পর শোক প্রকাশ করেছিলেন তারকা ফুটবলাররাও।

ভোলকার স্ট্রুথভোলকার স্ট্রুথ

এজেন্সি: স্পোর্টস টোটাল

গুরুত্বপূর্ণ তারকা: মার্কো রয়েস, মারিও গোৎসে, টনি ক্রুস ও বেনেডিক্ট হাওয়েডেস

মোট চুক্তি করিয়েছেন: ৩ হাজার ৪৬৩ কোটি টাকা

কমিশন পেয়েছেন: ৩৪৬ কোটি টাকা

ভোলকার স্ট্রুথকে জার্মানির সবচেয়ে প্রভাবশালী এজেন্ট বিবেচনা করা হয়। আরবি লাইপজিগের তরুণ ডিফেন্ডার দায়োত উপামেকানো, রিয়ালের তারকা মিডফিল্ডার টনি ক্রুস এবং বায়ার্নের নিকলাস সুলের মতো তারকার এজেন্ট হিসেবে কাজ করছেন তিনি। তাঁর সবচেয়ে বড় তারকাদের মধ্যে আছে মারিও গোৎসের নাম। সব মিলিয়ে ৭৭ জন খেলোয়াড় আছেন তাঁর তালিকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত