প্রশ্ন: লেস্টার থেকে ধারে এসে ওয়াটফোর্ডে সময়টা কেমন কাটছে?
হামজা চৌধুরী: এখানে বেশ ভালো সময় কাটছে। এটা আগের চেয়ে ভিন্ন একটা অভিজ্ঞতা। আমি উপভোগ করছি। প্রথমবারের মতো আমি প্রতি সপ্তাহেই ম্যাচ খেলছি। আরও বেশি অভিজ্ঞতা অর্জন করছি। আজ (পরশু স্টক সিটির বিপক্ষে) জিতেছি। প্রথম দিকে কিছুটা ধীরে শুরু করলেও এখন বেশ ভালোই করছি। আশা করছি এভাবে খেলতে পারলে আমরা প্রমোশনও পেতে পারি।
প্রশ্ন: বাংলাদেশের দর্শকদের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগ এমনি জনপ্রিয়। গত কয়েক বছরে আপনার উপস্থিতিও আলাদা একটা মাত্রা তৈরি করেছে বাংলাদেশের দর্শকদের কাছে। আপনাকে বাংলাদেশের মানুষ আপন মনে করে। বিষয়টি আপনি কীভাবে দেখেন?
হামজা: খুবই ভালো লাগে বিষয়টা। গর্বিত বোধ করি বাংলাদেশের মানুষ যে আমাকে দেখে, খোঁজখবর নেয়। এটা খুবই ভালো লাগে।
প্রশ্ন: বাংলাদেশের প্রতিও আপনার একটা টান লক্ষ করা যায়। সম্প্রতি বলেছেনও বাংলাদেশ থেকে ডাক এলে, বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত বোধ করবেন। আপনার ওয়াটফোর্ড কোচ রব এডওয়ার্ডসও বলেছেন, আপনি বাংলাদেশের হয়ে খেললে অনেক ইম্প্যাক্ট ফেলতে পারবেন বাংলাদেশের ফুটবলে। সত্যি বাফুফে যদি আপনাকে প্রস্তাব দেয়, খেলতে আসবেন?
হামজা: না, তারা (বাফুফে) কখনোই আমাকে অ্যাপ্রোচ করেনি। হ্যাঁ, খেলতে পারলে গর্বিত বোধ করব। আমি একটা সাক্ষাৎকারে বলেছি, ইংল্যান্ড জাতীয় দলে খেলতে আরও দুই বছর চেষ্টা করব। ভবিষ্যতে যদি বাংলাদেশের হয়ে খেলা হয়, আশা করি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারব। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারব।
প্রশ্ন: যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব মিলে যায়, তাহলে আপনাকে তো মানিয়ে নেওয়ার কথাও চিন্তা করতে হবে। আপনি জানেন যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকা দল। এটা আপনি কীভাবে দেখছেন?
হামজা: না, এটা আমার ভাবনায় খুব একটা প্রভাব ফেলবে না। আমি আমার শিকড়কে প্রতিনিধিত্ব করতে পারলে এটা গর্বের ব্যাপার হবে। আমি এসব নিয়ে ভাবছি না (র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল)। তাদের সহায়তা করে একসঙ্গে আরও বেশি সাফল্য এনে দিতে চাই।
প্রশ্ন: আপনি ফুটবল নিয়ে বেশি ব্যস্ত থাকেন, ক্রিকেটের খোঁজখবর কেমন নেওয়া হয়?
হামজা: খুব বেশি খোঁজ নেওয়া হয় না। তবে টিভিতে খেলা থাকলে দেখা হয়। বাংলাদেশ বা ইংল্যান্ড জাতীয় দলের ম্যাচ টিভিতে থাকলে দেখি। আবার বিশ্বকাপ থাকলেও চেষ্টা করি দুই দেশের খেলাগুলো দেখতে।
প্রশ্ন: জানেন নিশ্চয়ই বাংলাদেশে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। এবার অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন?
হামজা: হ্যাঁ জানি, ইনশা আল্লাহ, আশা করি বাংলাদেশ ভালো করবে। সম্ভবত টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে বাংলাদেশ ভালো দল। নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব।
প্রশ্ন: বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ হলে কাকে সাপোর্ট করেন?
হামজা: (হাসি) মনে হয় বাংলাদেশকেই সমর্থন করব। বাংলাদেশকে একটু আন্ডারডগ মনে করি। তাই তাদেরই সমর্থন করব।
প্রশ্ন: এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কেমন সুযোগ দেখেন?
হামজা: ইংল্যান্ড দলকে টপ ফেবারিট হিসেবেই দেখি। তাদের বেশ বড় তারকা ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। টি-টোয়েন্টি সংস্করণে যেকোনো দিন যে কেউ জিতে যেতে পারে। তবে অন্যতম ফেবারিট হিসেবে ইংল্যান্ডের বেশ ভালো সম্ভাবনা আছে।
প্রশ্ন: ফুটবলে আসি, কাতারে হতে যাওয়া ফিফা বিশ্বকাপ নিয়ে আপনার ভবিষ্যদ্বাণী কী? কারা জিততে পারে?
হামজা: বলা কঠিন। অনেক শক্তিশালী দল আছে। এর মধ্যে ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, নেদারল্যান্ডস—সবাই শক্তিশালী। তবে এর মধ্যে ফ্রান্সকে ফেবারিট মনে করি।
প্রশ্ন: সম্প্রতি নেশনস কাপে কিন্তু ফ্রান্স বেশ সংগ্রাম করছে। আপনার কি মনে হয় বিশ্বকাপে তারা স্বরূপে ফিরতে পারবে?
হামজা: মনে হয়। বড় বড় খেলোয়াড় আছে তাদের। যারা কি না বড় মঞ্চে ভালো পারফর্ম করতে পারে। আর টুর্নামেন্টের ফরম্যাটও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফরম্যাটের জন্যও অনেক দল ভালো করতে পারে।
প্রশ্ন: গত ২০ বছরে আমরা শুধু ইউরোপীয় দলকেই বিশ্বকাপ জিততে দেখছি। যদিও ব্রাজিল-আর্জেন্টিনার বড় বড় খেলোয়াড় ইউরোপে দারুণ খেলেন। কোনো লাতিন দল কেন জিততে পারছে না?
হামজা: ঠিক বলতে পারব না। তবে ইউরোপীয় লিগগুলো অনেক এগিয়ে গেছে। যেমন—ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেস লিগায় কারিগরি দিক, কোচিং স্টাফ মিলিয়ে অনেক এগিয়ে গেছে। লাতিন আমেরিকান খেলোয়াড়েরা এসব লিগে খেললেও দল হিসেবে তারা ততটা পারছে না। ব্যক্তিগত বিষয়-আশয়, একই সঙ্গে বিশ্বকাপে অনেক বেশি ইউরোপীয় দল খেলে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্রাজিল-আর্জেন্টিনাও অনেক শক্তিশালী দল হয়েও চূড়ান্ত সময়ে পারছে না।
প্রশ্ন: সময়ের তিন সুপারস্টার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারদের শেষ বিশ্বকাপ ধরা হচ্ছে এবার। এঁদের মধ্যে কার ট্রফি জেতার সম্ভাবনা বেশি বলে মনে করেন?
হামজা: এ ক্ষেত্রে নেইমারকে এগিয়ে রাখব। নেইমারের ব্রাজিল স্কোয়াড ভালো। রোনালদোর পর্তুগাল দলও বেশ ভালো। তবে আমি নেইমারের সম্ভাবনা বেশি দেখি।
প্রশ্ন: তাহলে মেসির সম্ভাবনা নেই?
হামজা: (হেসে) ঠিক জানি না। আমার মনে হচ্ছে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিল-পর্তুগালের স্কোয়াড অনেক ভালো। তবে মেসি যদি সব ম্যাচে খুব ভালো খেলতে পারে, তাহলে হয়তো...।
প্রশ্ন: শুনেছি আগামী শীতে বাংলাদেশে আসতে পারেন। বাংলাদেশে এলে হবিগঞ্জের পিতৃভিটায় নিশ্চয়ই যাবেন। বাংলাদেশের আর কী কী দেখার খুব ইচ্ছা আছে?
হামজা: আসলে জানি না তেমন। বাংলাদেশে গেলে খুব ভালো লাগবে। বাড়ি যাব, আত্মীয়স্বজনের অনেকের সঙ্গে দেখা হবে। খুব বেশি ছুটি পাওয়া যাবে না। সর্বোচ্চ এক-দুই সপ্তাহের ছুটি পাওয়া যাবে। ঢাকায় যাব। আর বাড়িতে বাবা-মায়ের সঙ্গে যাব।
প্রশ্ন: লেস্টার থেকে ধারে এসে ওয়াটফোর্ডে সময়টা কেমন কাটছে?
হামজা চৌধুরী: এখানে বেশ ভালো সময় কাটছে। এটা আগের চেয়ে ভিন্ন একটা অভিজ্ঞতা। আমি উপভোগ করছি। প্রথমবারের মতো আমি প্রতি সপ্তাহেই ম্যাচ খেলছি। আরও বেশি অভিজ্ঞতা অর্জন করছি। আজ (পরশু স্টক সিটির বিপক্ষে) জিতেছি। প্রথম দিকে কিছুটা ধীরে শুরু করলেও এখন বেশ ভালোই করছি। আশা করছি এভাবে খেলতে পারলে আমরা প্রমোশনও পেতে পারি।
প্রশ্ন: বাংলাদেশের দর্শকদের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগ এমনি জনপ্রিয়। গত কয়েক বছরে আপনার উপস্থিতিও আলাদা একটা মাত্রা তৈরি করেছে বাংলাদেশের দর্শকদের কাছে। আপনাকে বাংলাদেশের মানুষ আপন মনে করে। বিষয়টি আপনি কীভাবে দেখেন?
হামজা: খুবই ভালো লাগে বিষয়টা। গর্বিত বোধ করি বাংলাদেশের মানুষ যে আমাকে দেখে, খোঁজখবর নেয়। এটা খুবই ভালো লাগে।
প্রশ্ন: বাংলাদেশের প্রতিও আপনার একটা টান লক্ষ করা যায়। সম্প্রতি বলেছেনও বাংলাদেশ থেকে ডাক এলে, বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত বোধ করবেন। আপনার ওয়াটফোর্ড কোচ রব এডওয়ার্ডসও বলেছেন, আপনি বাংলাদেশের হয়ে খেললে অনেক ইম্প্যাক্ট ফেলতে পারবেন বাংলাদেশের ফুটবলে। সত্যি বাফুফে যদি আপনাকে প্রস্তাব দেয়, খেলতে আসবেন?
হামজা: না, তারা (বাফুফে) কখনোই আমাকে অ্যাপ্রোচ করেনি। হ্যাঁ, খেলতে পারলে গর্বিত বোধ করব। আমি একটা সাক্ষাৎকারে বলেছি, ইংল্যান্ড জাতীয় দলে খেলতে আরও দুই বছর চেষ্টা করব। ভবিষ্যতে যদি বাংলাদেশের হয়ে খেলা হয়, আশা করি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারব। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারব।
প্রশ্ন: যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব মিলে যায়, তাহলে আপনাকে তো মানিয়ে নেওয়ার কথাও চিন্তা করতে হবে। আপনি জানেন যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে থাকা দল। এটা আপনি কীভাবে দেখছেন?
হামজা: না, এটা আমার ভাবনায় খুব একটা প্রভাব ফেলবে না। আমি আমার শিকড়কে প্রতিনিধিত্ব করতে পারলে এটা গর্বের ব্যাপার হবে। আমি এসব নিয়ে ভাবছি না (র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল)। তাদের সহায়তা করে একসঙ্গে আরও বেশি সাফল্য এনে দিতে চাই।
প্রশ্ন: আপনি ফুটবল নিয়ে বেশি ব্যস্ত থাকেন, ক্রিকেটের খোঁজখবর কেমন নেওয়া হয়?
হামজা: খুব বেশি খোঁজ নেওয়া হয় না। তবে টিভিতে খেলা থাকলে দেখা হয়। বাংলাদেশ বা ইংল্যান্ড জাতীয় দলের ম্যাচ টিভিতে থাকলে দেখি। আবার বিশ্বকাপ থাকলেও চেষ্টা করি দুই দেশের খেলাগুলো দেখতে।
প্রশ্ন: জানেন নিশ্চয়ই বাংলাদেশে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। এবার অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন?
হামজা: হ্যাঁ জানি, ইনশা আল্লাহ, আশা করি বাংলাদেশ ভালো করবে। সম্ভবত টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে বাংলাদেশ ভালো দল। নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব।
প্রশ্ন: বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ হলে কাকে সাপোর্ট করেন?
হামজা: (হাসি) মনে হয় বাংলাদেশকেই সমর্থন করব। বাংলাদেশকে একটু আন্ডারডগ মনে করি। তাই তাদেরই সমর্থন করব।
প্রশ্ন: এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কেমন সুযোগ দেখেন?
হামজা: ইংল্যান্ড দলকে টপ ফেবারিট হিসেবেই দেখি। তাদের বেশ বড় তারকা ও অভিজ্ঞ খেলোয়াড় আছে। টি-টোয়েন্টি সংস্করণে যেকোনো দিন যে কেউ জিতে যেতে পারে। তবে অন্যতম ফেবারিট হিসেবে ইংল্যান্ডের বেশ ভালো সম্ভাবনা আছে।
প্রশ্ন: ফুটবলে আসি, কাতারে হতে যাওয়া ফিফা বিশ্বকাপ নিয়ে আপনার ভবিষ্যদ্বাণী কী? কারা জিততে পারে?
হামজা: বলা কঠিন। অনেক শক্তিশালী দল আছে। এর মধ্যে ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, নেদারল্যান্ডস—সবাই শক্তিশালী। তবে এর মধ্যে ফ্রান্সকে ফেবারিট মনে করি।
প্রশ্ন: সম্প্রতি নেশনস কাপে কিন্তু ফ্রান্স বেশ সংগ্রাম করছে। আপনার কি মনে হয় বিশ্বকাপে তারা স্বরূপে ফিরতে পারবে?
হামজা: মনে হয়। বড় বড় খেলোয়াড় আছে তাদের। যারা কি না বড় মঞ্চে ভালো পারফর্ম করতে পারে। আর টুর্নামেন্টের ফরম্যাটও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফরম্যাটের জন্যও অনেক দল ভালো করতে পারে।
প্রশ্ন: গত ২০ বছরে আমরা শুধু ইউরোপীয় দলকেই বিশ্বকাপ জিততে দেখছি। যদিও ব্রাজিল-আর্জেন্টিনার বড় বড় খেলোয়াড় ইউরোপে দারুণ খেলেন। কোনো লাতিন দল কেন জিততে পারছে না?
হামজা: ঠিক বলতে পারব না। তবে ইউরোপীয় লিগগুলো অনেক এগিয়ে গেছে। যেমন—ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেস লিগায় কারিগরি দিক, কোচিং স্টাফ মিলিয়ে অনেক এগিয়ে গেছে। লাতিন আমেরিকান খেলোয়াড়েরা এসব লিগে খেললেও দল হিসেবে তারা ততটা পারছে না। ব্যক্তিগত বিষয়-আশয়, একই সঙ্গে বিশ্বকাপে অনেক বেশি ইউরোপীয় দল খেলে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্রাজিল-আর্জেন্টিনাও অনেক শক্তিশালী দল হয়েও চূড়ান্ত সময়ে পারছে না।
প্রশ্ন: সময়ের তিন সুপারস্টার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারদের শেষ বিশ্বকাপ ধরা হচ্ছে এবার। এঁদের মধ্যে কার ট্রফি জেতার সম্ভাবনা বেশি বলে মনে করেন?
হামজা: এ ক্ষেত্রে নেইমারকে এগিয়ে রাখব। নেইমারের ব্রাজিল স্কোয়াড ভালো। রোনালদোর পর্তুগাল দলও বেশ ভালো। তবে আমি নেইমারের সম্ভাবনা বেশি দেখি।
প্রশ্ন: তাহলে মেসির সম্ভাবনা নেই?
হামজা: (হেসে) ঠিক জানি না। আমার মনে হচ্ছে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিল-পর্তুগালের স্কোয়াড অনেক ভালো। তবে মেসি যদি সব ম্যাচে খুব ভালো খেলতে পারে, তাহলে হয়তো...।
প্রশ্ন: শুনেছি আগামী শীতে বাংলাদেশে আসতে পারেন। বাংলাদেশে এলে হবিগঞ্জের পিতৃভিটায় নিশ্চয়ই যাবেন। বাংলাদেশের আর কী কী দেখার খুব ইচ্ছা আছে?
হামজা: আসলে জানি না তেমন। বাংলাদেশে গেলে খুব ভালো লাগবে। বাড়ি যাব, আত্মীয়স্বজনের অনেকের সঙ্গে দেখা হবে। খুব বেশি ছুটি পাওয়া যাবে না। সর্বোচ্চ এক-দুই সপ্তাহের ছুটি পাওয়া যাবে। ঢাকায় যাব। আর বাড়িতে বাবা-মায়ের সঙ্গে যাব।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের বিপরীতে নিউজিল্যান্ডের লিড কত হলে যথেষ্ট ছিল? দুই টেস্টে পারফরম্যান্স বিবেচনায় ৩০০-৩৫০ তাড়া করে আবার নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেওয়া—নিশ্চয় সহজ হতো না জিম্বাবুয়ের জন্য। কিন্তু হাতে সময় থাকায় কিউই ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন স্বাগতিক বোলারদের নিয়ে!
৭ ঘণ্টা আগেফুটবলের দেশ ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশ খেলে ক্রিকেটও। দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক জ্যাক ভুকুসিচ তো একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন!
৮ ঘণ্টা আগেগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালের আগে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে দারুণ প্রস্তুতিও সেরে নিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির...
৮ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয় পাবে।
৯ ঘণ্টা আগে