উপল বড়ুয়া, ঢাকা
ক্রিকেটে এখন ‘ ব্রেন ফেড’ শব্দটি বেশ পরিচিত হয়ে গেছে। যার বাংলা করা যেতে পারে সাময়িক ‘মতিভ্রম’ বা ‘বুদ্ধিনাশ’। ক্রিকেটার হোক বা ফুটবলার; কিংবা অ্যাথলেটদের মাঠে হঠাৎ মস্তিষ্ক সেকেন্ডের ভগ্নাংশে অচল হয়ে যাওয়ার ঘটনা কম নয়। সম্প্রতি আবারও আলোচনায় ব্রেন ফেড।
গত পরশু শুক্রবার রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-ভারত। এই ম্যাচেই এক অদ্ভুতুড়ে ঘটনার জন্ম দিয়েছেন ওবেদ ম্যাককয়। রবিচন্দ্রন অশ্বিনকে রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন ক্যারিবীয় বোলার।
ম্যাককয়ের হাতে যখন বল আসে তখনো ব্যাটার অশ্বিন ক্রিজের অনেক বাইরে। একটু সময় নিয়ে স্টাম্প ভাঙলেও নিশ্চিত আউট হতেন অশ্বিন। কিন্তু বল হাতে ঠাঁই দাঁড়িয়ে থাকেন ম্যাককয়। ফিল্ডারের ছোড়া বল ধরে তিনি স্টাম্পে লাগাতে চেয়েও শেষ মুহূর্তে আর লাগাননি। পেছনে তাকিয়ে দেখেন তখনো ব্যাটার ক্রিজের কাছেও আসেননি।
ম্যাককয় কেন এমনটা করলেন? ধারাভাষ্যে থাকা সাবেক দুই ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন স্যামি ও স্যামুয়েল বাদ্রিও এর উত্তর খুঁজে পাচ্ছিলেন না। স্যামি চিৎকার করে বলেন, ‘এটা কী হচ্ছে?’ বাদ্রি তখন উত্তর দেন, ‘এটা ব্যাখ্যাতীত।’
এই ঘটনা ব্যাখ্যাতীত বটে। ম্যাককয় ওই সময় কী ভাবছিলেন? ঘটনার চাপে হঠাৎ কিছু সময়ের জন্য ‘ব্ল্যাকআউট’ হয়ে যাওয়া সাধারণ মানুষের ক্ষেত্রেও ঘটতে পারে। আর মাঠে এমন ঘটনা নতুন নয়। ‘ ব্রেন ফেড’ নিয়ে জোর আলোচনা আগেও হয়েছে। ২০১৭ সালে ভারতের বিপক্ষে চার ম্যাচের সিরিজে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে স্টিভেন স্মিথ যে ‘ডিআরএস’ বিতর্কের জন্ম দিয়েছিলেন তার মূলে ছিল এই ব্রেন ফেড। বলা হয়, স্মিথের সৌজন্যেই ক্রিকেট বিশ্ব প্রথম পরিচিত হয়েছে এই বিষয়টির সঙ্গে।
বেঙ্গালুরু টেস্টে উমেশ যাদবের বল স্মিথের প্যাডে লাগলে আউট দেন আম্পায়ার। অস্ট্রেলিয়ান ব্যাটার রিভিউ নেবেন কি না, বুঝতে পারছিলেন না। অন্য প্রান্তে ব্যাটিংয়ে থাকা পিটার হ্যান্ডসকম্ব থেকে কোনো সাড়া না পেয়ে তিনি ড্রেসিংরুমের দিকে ইশারায় করণীয় কী জানতে চান। তাতে বেশ ক্ষেপে যান আম্পায়ার ও বিরাট কোহলি। একে স্মিথের ‘প্রতারণা’ হিসেবে মনে করেছিলেন তাঁরা। এমনকি এই ঘটনাকে অনেকে ‘ম্যাচ ফিক্সিং’ হিসেবেও উল্লেখ করেন। স্মিথের এই আচরণ নিয়ে সে সময় ক্রিকেট দুনিয়ায় বেশ ঝড় বয়ে যায়। এবার ম্যাককয়ের এই ঘটনাতেও অনেকে ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন। ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ ভাইরাল।
ব্রেন ফেডের আরেকটি বড় উদাহরণ—২০১৮ সালের পাকিস্তান-অস্ট্রেলিয়ার আবুধাবি টেস্ট। তৃতীয় দিনের শুরুতে অজি পেসার পিটার সিডলের বল ড্রাইভ করেন আজহার আলী। ব্যাটের কানায় লেগে বল চলে যায় গালিতে। বাউন্ডারি হয়েছে ভেবে তিনি ক্রিজের মাঝপথে এসে খোশগল্পে মেতে ওঠেন নন-স্ট্রাইকে থাকা আসাদ শফিকের সঙ্গে। ওদিকে বল থেমে গেছে বাউন্ডারির কাছে। মিচেল স্টার্ক দৌড়ে গিয়ে বল ছুড়ে দেন টিম পেইনকে। অজি উইকেটরক্ষক বল স্টাম্পে লাগাতে সময় নেননি। ওদিকে তখনো গল্পে মত্ত আজহার-শফিক। পরে ঘটনা বুঝতে পেরে হাঁটা ধরেন আজহার।
ক্রিকেট মাঠে ব্রেন ফেডের এমন ঘটনার অনেক উদাহরণ রয়েছে। চিকিৎসা বিজ্ঞানেও এখনো এর বিস্তারিত ব্যাখ্যা নেই। এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মঞ্জুর হোসেনের কাছে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ ব্রেন ফেড যেকোনো মানুষের যেকোনো সময় হতে পারে। এটা হলে মানুষ হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়ে, তখন ক্ষণিকের জন্য তার মস্তিষ্কের স্নায়ু কাজ করে না।’
মঞ্জুর মনে করিয়ে দিলেন গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে পোর্ট এলিজাবেথ টেস্টে মেহেদী হাসান মিরাজের ফিল্ডিংয়ের সময় অন্যমনস্ক হয়ে পড়ার সেই ঘটনাও। ফিল্ডিংয়ের সময় মিরাজ অন্যদিকে তাকিয়ে ছিলেন, বল এসে বুকে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। তিনি বুঝতেই পারেননি বল কোন দিক থেকে আসছে।
বাংলাদেশের আরেক ক্রিকেটার তামিম ইকবালও একবার মতিভ্রমের শিকার হয়েছিলেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের প্রথম ইনিংসে স্টাম্পড হোন তিনি। স্ট্রাইকে থাকা এই ওপেনার ভেবেছিলেন, লক্ষণ সান্দাকানের বল লেগ সাইডে তাঁর প্যাড ছুঁয়ে উইকেটরক্ষকের পাশ দিয়ে চলে গেছে। তামিম ক্রিজের বাইরে চলে আসায় সুযোগ বুঝে গ্লাভস হাতে স্টাম্প ভেঙে দেন নিরোশান ডিকভেলা। এ নিয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশের তখনকার কোচ চন্দিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে জানান, এটি ছিল তামিমের ‘ ব্রেন ফেড’।
ক্রিকেটে এখন ‘ ব্রেন ফেড’ শব্দটি বেশ পরিচিত হয়ে গেছে। যার বাংলা করা যেতে পারে সাময়িক ‘মতিভ্রম’ বা ‘বুদ্ধিনাশ’। ক্রিকেটার হোক বা ফুটবলার; কিংবা অ্যাথলেটদের মাঠে হঠাৎ মস্তিষ্ক সেকেন্ডের ভগ্নাংশে অচল হয়ে যাওয়ার ঘটনা কম নয়। সম্প্রতি আবারও আলোচনায় ব্রেন ফেড।
গত পরশু শুক্রবার রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-ভারত। এই ম্যাচেই এক অদ্ভুতুড়ে ঘটনার জন্ম দিয়েছেন ওবেদ ম্যাককয়। রবিচন্দ্রন অশ্বিনকে রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন ক্যারিবীয় বোলার।
ম্যাককয়ের হাতে যখন বল আসে তখনো ব্যাটার অশ্বিন ক্রিজের অনেক বাইরে। একটু সময় নিয়ে স্টাম্প ভাঙলেও নিশ্চিত আউট হতেন অশ্বিন। কিন্তু বল হাতে ঠাঁই দাঁড়িয়ে থাকেন ম্যাককয়। ফিল্ডারের ছোড়া বল ধরে তিনি স্টাম্পে লাগাতে চেয়েও শেষ মুহূর্তে আর লাগাননি। পেছনে তাকিয়ে দেখেন তখনো ব্যাটার ক্রিজের কাছেও আসেননি।
ম্যাককয় কেন এমনটা করলেন? ধারাভাষ্যে থাকা সাবেক দুই ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন স্যামি ও স্যামুয়েল বাদ্রিও এর উত্তর খুঁজে পাচ্ছিলেন না। স্যামি চিৎকার করে বলেন, ‘এটা কী হচ্ছে?’ বাদ্রি তখন উত্তর দেন, ‘এটা ব্যাখ্যাতীত।’
এই ঘটনা ব্যাখ্যাতীত বটে। ম্যাককয় ওই সময় কী ভাবছিলেন? ঘটনার চাপে হঠাৎ কিছু সময়ের জন্য ‘ব্ল্যাকআউট’ হয়ে যাওয়া সাধারণ মানুষের ক্ষেত্রেও ঘটতে পারে। আর মাঠে এমন ঘটনা নতুন নয়। ‘ ব্রেন ফেড’ নিয়ে জোর আলোচনা আগেও হয়েছে। ২০১৭ সালে ভারতের বিপক্ষে চার ম্যাচের সিরিজে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে স্টিভেন স্মিথ যে ‘ডিআরএস’ বিতর্কের জন্ম দিয়েছিলেন তার মূলে ছিল এই ব্রেন ফেড। বলা হয়, স্মিথের সৌজন্যেই ক্রিকেট বিশ্ব প্রথম পরিচিত হয়েছে এই বিষয়টির সঙ্গে।
বেঙ্গালুরু টেস্টে উমেশ যাদবের বল স্মিথের প্যাডে লাগলে আউট দেন আম্পায়ার। অস্ট্রেলিয়ান ব্যাটার রিভিউ নেবেন কি না, বুঝতে পারছিলেন না। অন্য প্রান্তে ব্যাটিংয়ে থাকা পিটার হ্যান্ডসকম্ব থেকে কোনো সাড়া না পেয়ে তিনি ড্রেসিংরুমের দিকে ইশারায় করণীয় কী জানতে চান। তাতে বেশ ক্ষেপে যান আম্পায়ার ও বিরাট কোহলি। একে স্মিথের ‘প্রতারণা’ হিসেবে মনে করেছিলেন তাঁরা। এমনকি এই ঘটনাকে অনেকে ‘ম্যাচ ফিক্সিং’ হিসেবেও উল্লেখ করেন। স্মিথের এই আচরণ নিয়ে সে সময় ক্রিকেট দুনিয়ায় বেশ ঝড় বয়ে যায়। এবার ম্যাককয়ের এই ঘটনাতেও অনেকে ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন। ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ ভাইরাল।
ব্রেন ফেডের আরেকটি বড় উদাহরণ—২০১৮ সালের পাকিস্তান-অস্ট্রেলিয়ার আবুধাবি টেস্ট। তৃতীয় দিনের শুরুতে অজি পেসার পিটার সিডলের বল ড্রাইভ করেন আজহার আলী। ব্যাটের কানায় লেগে বল চলে যায় গালিতে। বাউন্ডারি হয়েছে ভেবে তিনি ক্রিজের মাঝপথে এসে খোশগল্পে মেতে ওঠেন নন-স্ট্রাইকে থাকা আসাদ শফিকের সঙ্গে। ওদিকে বল থেমে গেছে বাউন্ডারির কাছে। মিচেল স্টার্ক দৌড়ে গিয়ে বল ছুড়ে দেন টিম পেইনকে। অজি উইকেটরক্ষক বল স্টাম্পে লাগাতে সময় নেননি। ওদিকে তখনো গল্পে মত্ত আজহার-শফিক। পরে ঘটনা বুঝতে পেরে হাঁটা ধরেন আজহার।
ক্রিকেট মাঠে ব্রেন ফেডের এমন ঘটনার অনেক উদাহরণ রয়েছে। চিকিৎসা বিজ্ঞানেও এখনো এর বিস্তারিত ব্যাখ্যা নেই। এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মঞ্জুর হোসেনের কাছে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ ব্রেন ফেড যেকোনো মানুষের যেকোনো সময় হতে পারে। এটা হলে মানুষ হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়ে, তখন ক্ষণিকের জন্য তার মস্তিষ্কের স্নায়ু কাজ করে না।’
মঞ্জুর মনে করিয়ে দিলেন গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে পোর্ট এলিজাবেথ টেস্টে মেহেদী হাসান মিরাজের ফিল্ডিংয়ের সময় অন্যমনস্ক হয়ে পড়ার সেই ঘটনাও। ফিল্ডিংয়ের সময় মিরাজ অন্যদিকে তাকিয়ে ছিলেন, বল এসে বুকে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। তিনি বুঝতেই পারেননি বল কোন দিক থেকে আসছে।
বাংলাদেশের আরেক ক্রিকেটার তামিম ইকবালও একবার মতিভ্রমের শিকার হয়েছিলেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের প্রথম ইনিংসে স্টাম্পড হোন তিনি। স্ট্রাইকে থাকা এই ওপেনার ভেবেছিলেন, লক্ষণ সান্দাকানের বল লেগ সাইডে তাঁর প্যাড ছুঁয়ে উইকেটরক্ষকের পাশ দিয়ে চলে গেছে। তামিম ক্রিজের বাইরে চলে আসায় সুযোগ বুঝে গ্লাভস হাতে স্টাম্প ভেঙে দেন নিরোশান ডিকভেলা। এ নিয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশের তখনকার কোচ চন্দিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে জানান, এটি ছিল তামিমের ‘ ব্রেন ফেড’।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫