শেষবারের মতো ছেলেকে ছুঁতে চান হাদিসুরের মা
ছেলেকে শেষবারের মতো একটু ছুঁয়ে দেখার আকুতি জানাতে বারবার শক্তি সঞ্চয় করে কথা বলতে চাইছেন। তিনি বলেন, ‘আমার ছেলে আর আমারে ভালো-মন্দ খাইতে কইব না। শেষ বার (গত বুধবার তার দাবি) যখন কথা হয়েছে আমার বাবা আমাকে বলেছিল ভালো-মন্দ খাওয়া দাওয়া করতে। এখন আর কেও কইব না এই কথা। আমার পোলারে আমি শেষ দেখা, দেখতে চাই