Ajker Patrika

বেতন-ভাতার দাবিতে তৃতীয় টার্মিনালের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বেতন-ভাতার দাবিতে তৃতীয় টার্মিনালের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

রাজধানীর বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের নির্মাণশ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এতে আধ ঘণ্টারও বেশি সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছিল। বিমানবন্দরের বলাকা ভবনের সামনের সড়কের উভয় পাশে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সিসিসিএল নামক একটি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিকেরা এই আন্দোলন শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। 

অবরোধে প্রায় শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

ওই সড়কে চলাচলরত পথচারীদের অনেকেই আজকের পত্রিকাকে বলেন—তৃতীয় টার্মিনালের শ্রমিকেরা প্রথমে বলাকা ভবনের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। আন্দোলনকালে শ্রমিকেরা ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, দ্রুত বকেয়া বেতন-ভাতা দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন। 

এ বিষয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিসিসিএল নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিকদের কেউ কেউ দুই মাসের, কেউ আড়াই মাসের বেতন পাবেন। কিন্তু কোম্পানিটি শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে টালবাহানা করছিল। যার কারণে ওই কোম্পানির প্রায় ৬০-৭০ জন শ্রমিক মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছিল। পরে আমরা গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত