Ajker Patrika

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৬: ৪১
শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

করোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল ক্লাস ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকালে দুই দিনের জন্য উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্যে লালমনিরহাটে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে চলবে। আমাদের যেসব ঘাটতি হয়েছে, সেগুলো পূরণের জন্য রেমিডিয়াল ক্লাস নেওয়া হবে। এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। 

বেসরকারি মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ও ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, চিন্তা হতেই পারে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করে ফেলি। সেটা এই মুহূর্তে হয়তো সরকারের পক্ষে করা সম্ভব নয়। আবার এটা কতটা ভালো হবে তার গবেষণা করার জন্য আমরা আগে যেসব প্রতিষ্ঠান জাতীয়করণ করেছি সেগুলোর ওপর পুরো জরিপ করা দরকার। যেসব প্রতিষ্ঠান আগে বেসরকারি থেকে সরকারি হয়েছে, সেগুলো কত ভালো করছে সেই দিকটা দেখতে হবে। আমরা তো অবশ্যই চাইব প্রতিষ্ঠানগুলো ভালো করুক, আমাদের পড়াশোনার মান উন্নত হোক। সে জন্য যা করা দরকার অবশ্যই সেভাবেই করব। তার জন্য সরকারের সক্ষমতাটাও জড়িত। 

নীলফামারীর স্বাধীনতাবিরোধী মশিউর রহমান ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ডা. দীপু মনি। 

শিক্ষামন্ত্রীর সফরের মধ্যে রয়েছে লালমনিরহাটের কালীগঞ্জের উত্তরাবাংলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্ময় বঙ্গবন্ধু স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, দিনাজপুর গোর এ শহিদ বড় মাঠে শীতকালীন জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন, চিরিরবন্দরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের জয় বাংলা গেট এবং একই এলাকার নবীপুর উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন। 

এ ছাড়া নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. দীপু মনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত