Ajker Patrika

বিমানবন্দরে মশা নির্মূলে কাজ করবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৪: ১৭
বিমানবন্দরে মশা নির্মূলে কাজ করবে ডিএনসিসি

ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নির্মূলে কাজ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় বিশেষ মশক নিধন অভিযান শুরুর পর ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন। মশা নিধনে ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হওয়া এই বিশেষ মশক নিধন অভিযান চলবে ১৬ মার্চ পর্যন্ত। 

ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, ‘বিমানবন্দরসহ সরকারের বেশ কিছু এলাকা রয়েছে, যেখানে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ নেই। তবে ঢাকা বিমানবন্দর বাংলাদেশের প্রধান গেটওয়ে, এখানে মশা নির্মূলে আমরা ব্যবস্থা নেব। ইতিমধ্যে বিমানবন্দর এলাকায় মশার হটস্পট শনাক্ত করতে স্বাস্থ্য অধিদপ্তর জরিপ শুরু করেছে। হটস্পট শনাক্ত হওয়ার পর বিমানবন্দরের কর্মীদের সঙ্গে নিয়ে ডিএনসিসির কর্মীরা মশা নির্মূলে কাজ করবেন।’ 

ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে মশা নির্মূলে একযোগে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘মশা নির্মূলে আমরা কাজ করছি। এর মাধ্যমে মশা পরিপূর্ণ নির্মূল করতে না পারলেও, সহনীয় মাত্রায় মশা কমিয়ে আনা সম্ভব হবে। সবার মধ্যে আমরা উদ্দীপনা তৈরি করতে পেরেছি। এসব কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হলে লক্ষ্য অর্জন সহজ হয়।’ 

ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বলেন, ‘হাউজিং সোসাইটি, ইমামসহ মানুষের সঙ্গে মিটিং করেছি। সচেতনতার জন্য লিফলেট ও মাইকিং করেছি। ডিএনসিসিতে আধা সরকারি, সরকারি ছয় শতাধিক প্রতিষ্ঠান রয়েছে। তাদের নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সামনে এডিস মশার মৌসুম আসছে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’ 

ডিএনসিসির তথ্য বলছে, ‘তিনভাবে মশা নির্মূলে কাজ চলছে। তা হচ্ছে উড়ন্ত মশার জন্য ফগিং, ড্রেন-নর্দমার জন্য লার্ভি সাইড স্প্রে করা হচ্ছে। আর জমানো পানিতে ব্যবহার করা হচ্ছে বিশেষ ট্যাবলেট।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত