Ajker Patrika

ইতালি যাওয়ার পথে লিবিয়ায় জেলখাটা ১১৪ বাংলাদেশি ঢাকায়

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৬: ০৪
ইতালি যাওয়ার পথে লিবিয়ায় জেলখাটা ১১৪ বাংলাদেশি ঢাকায়

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে লিবিয়ায় জেলখাটা ১১৪ জন বাংলাদেশি ঢাকায় এসেছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় বোরাক এয়ারের বিআরকিউ ২২০ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাঁদের সহযোগিতা করেছে। সেই সঙ্গে তাঁদের খাবার ও প্রত্যেককে ৪ হাজার ৭৫০ টাকা করে দিয়েছে। 

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাপস অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বলেন, লিবিয়া থেকে আগত যাত্রীরা ২০২১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাই, ওমান, মালয়েশিয়া গিয়েছিলেন। সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় যান। পরে লিবিয়া থেকে দালালেরা ত্রিপোলিতে নিয়ে তাঁদের গেমঘরে রাখে। পরে বিভিন্ন সময়ে লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনী তাঁদের গ্রেপ্তার করে। সেখানে তাঁরা প্রত্যেকে ছয় থেকে নয় মাস জেল খাটেন। পরে তাঁরা জাতিসংঘের অভিবাসন সংস্থার আউট পাস নিয়ে বাংলাদেশে আসেন। 

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য এসব যাত্রীর কেউ ১১ লাখ, কেউ ১২ লাখ, আবার কেউ ১৫ লাখ টাকা দিয়েছেন দালালদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত