মঈন আলীর শ্বশুর বাড়িতে কিছুক্ষণ
আচ্ছা, সিলেটে ইংলিশ আলীর শ্বশুর বাড়ি কোথায়? যাঁরা চিনে থাকবেন, এমন প্রশ্নে তাঁরা হয়তো বলবেন সিলেটের পীর মহল্লায়। কিন্তু উত্তর ও পশ্চিম দুই ভাগে বিভক্ত পীর মহল্লার ঠিক কোথায় ছিলেন মঈন আলীর শ্বশুর এম হোসেন, সেটা অনেকেই জানেন না।