নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খুব একটা খারাপ করেননি। কম-বেশি আলো ছড়িয়েছেন দুই সংস্করণের টুর্নামেন্টেই। ইমরুল কায়েস রান পাচ্ছেন বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিপিএল)। কিন্তু এই পারফরম্যান্স টলাতে পারছে না নির্বাচকদের মন। নির্বাচকদের ভাবনার বেশ দূরেই আছেন তিনি। এনামুল হক বিজয়, সাব্বির রহমানদের ব্যাপারটাও অনেকটা একই।
শেষ দুজনের পারফরম্যান্স অবশ্য অতটা ধারাবাহিক নয়। কিন্তু ইমরুল যেভাবে রান করেছেন সেটা জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবি রাখে। সাদা বলের ক্রিকেটে বাঁহাতি ওপেনারের শেষ ৮টি ইনিংসে আছে তিনটি হাফ সেঞ্চুরি। সবশেষটি গত বৃহস্পতিবার। বিপিএলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জয়ে ফেরায় ইমরুল রেখেছেন মুখ্য অবদান।
কিন্তু জাতীয় দলে ফিরতে তাঁর এই পারফরম্যান্স যথেষ্ট মনে হচ্ছে না নির্বাচকদের। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পারফরম্যান্স করে না, তাদেরকে নিয়ে লাফালাফি করা ঠিক না। ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে। কিন্তু ও অনেক দিন ভালো খেলেনি। আপনি জাতীয় লিগ থেকে যদি চিন্তা করেন তাহলে (ইমরুলের পারফরম্যান্স) আপ টু দ্য মার্ক না।’
রাজ্জাকের কথায় মনে হতে পারে, ইমরুল অনেক দিন ধরে অফ-ফর্মে আছেন। আর বিপিএলে কুমিল্লার সবশেষ ম্যাচে আচমকা জ্বলে উঠেছেন। অথচ পরিসংখ্যান বলছে অন্য কথা। বিসিএল ওয়ানডে সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক ইমরুল। তিন ম্যাচে করেছেন ১৬৫ রান। এর মধ্যে শেষ দুটিতে করেছেন ফিফটি। ওয়ালটন মধ্যাঞ্চলের স্বাধীনতা কাপ জয়ে ইমরুলের ৭১ ও ৬৯ রানের ইনিংসের কার্যকারিতা অনেক।
বিসিএল টেস্ট সংস্করণটা অবশ্য ভালো কাটেনি ইমরুলের। তিন ম্যাচে ছয় ইনিংসে করেছেন ১৫০ রান। পাননি কোনো ফিফটি কিংবা সেঞ্চুরি। বাংলাদেশ টেস্ট দলে ফিরতে এই পারফরম্যান্স অবশ্যই যথেষ্ট নয়। তবে সাদা বলের দুই সংস্করণে অন্তত নির্বাচকদের দৃষ্টিতে আসার কথা ছিল। কিন্তু রাজ্জাকদের ভাবনার ধারেকাছেও নেই ইমরুল। দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি ওপেনারের ফেরার পথ যে কতটা দুর্গম সেটা বোঝাই যাচ্ছে।
বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খুব একটা খারাপ করেননি। কম-বেশি আলো ছড়িয়েছেন দুই সংস্করণের টুর্নামেন্টেই। ইমরুল কায়েস রান পাচ্ছেন বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিপিএল)। কিন্তু এই পারফরম্যান্স টলাতে পারছে না নির্বাচকদের মন। নির্বাচকদের ভাবনার বেশ দূরেই আছেন তিনি। এনামুল হক বিজয়, সাব্বির রহমানদের ব্যাপারটাও অনেকটা একই।
শেষ দুজনের পারফরম্যান্স অবশ্য অতটা ধারাবাহিক নয়। কিন্তু ইমরুল যেভাবে রান করেছেন সেটা জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবি রাখে। সাদা বলের ক্রিকেটে বাঁহাতি ওপেনারের শেষ ৮টি ইনিংসে আছে তিনটি হাফ সেঞ্চুরি। সবশেষটি গত বৃহস্পতিবার। বিপিএলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জয়ে ফেরায় ইমরুল রেখেছেন মুখ্য অবদান।
কিন্তু জাতীয় দলে ফিরতে তাঁর এই পারফরম্যান্স যথেষ্ট মনে হচ্ছে না নির্বাচকদের। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পারফরম্যান্স করে না, তাদেরকে নিয়ে লাফালাফি করা ঠিক না। ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে। কিন্তু ও অনেক দিন ভালো খেলেনি। আপনি জাতীয় লিগ থেকে যদি চিন্তা করেন তাহলে (ইমরুলের পারফরম্যান্স) আপ টু দ্য মার্ক না।’
রাজ্জাকের কথায় মনে হতে পারে, ইমরুল অনেক দিন ধরে অফ-ফর্মে আছেন। আর বিপিএলে কুমিল্লার সবশেষ ম্যাচে আচমকা জ্বলে উঠেছেন। অথচ পরিসংখ্যান বলছে অন্য কথা। বিসিএল ওয়ানডে সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক ইমরুল। তিন ম্যাচে করেছেন ১৬৫ রান। এর মধ্যে শেষ দুটিতে করেছেন ফিফটি। ওয়ালটন মধ্যাঞ্চলের স্বাধীনতা কাপ জয়ে ইমরুলের ৭১ ও ৬৯ রানের ইনিংসের কার্যকারিতা অনেক।
বিসিএল টেস্ট সংস্করণটা অবশ্য ভালো কাটেনি ইমরুলের। তিন ম্যাচে ছয় ইনিংসে করেছেন ১৫০ রান। পাননি কোনো ফিফটি কিংবা সেঞ্চুরি। বাংলাদেশ টেস্ট দলে ফিরতে এই পারফরম্যান্স অবশ্যই যথেষ্ট নয়। তবে সাদা বলের দুই সংস্করণে অন্তত নির্বাচকদের দৃষ্টিতে আসার কথা ছিল। কিন্তু রাজ্জাকদের ভাবনার ধারেকাছেও নেই ইমরুল। দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি ওপেনারের ফেরার পথ যে কতটা দুর্গম সেটা বোঝাই যাচ্ছে।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে