Ajker Patrika

ডু প্লেসিকে পেয়ে দক্ষিণ আফ্রিকায় ভালো করার টোটকা নিচ্ছেন জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২২: ৫২
ডু প্লেসিকে পেয়ে দক্ষিণ আফ্রিকায় ভালো করার টোটকা নিচ্ছেন জয়

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখানে কীভাবে টেস্ট ক্রিকেটে ভালো করা যায় এ নিয়ে এখনই মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন খেলোয়াড়েরা। বিপিএলে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে বাংলাদেশে এসেছেন ফাফ ডু প্লেসি। তাঁকে পেয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে ভালো করার টোটকা নিচ্ছেন লিটন দাস ও মাহমুদুল হাসান জয়রা।

ডু প্লেসি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে লিটনের দিকে বাড়তি নজরের বিষয়টি জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন জয়ও। জয় নিজেই জানিয়েছেন কীভাবে পরামর্শ নিচ্ছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক থেকে।

তামিম ইকবালের চোটের পর টেস্টে ওপেনিংয়ে সাদমান ইসলামের যোগ্য সঙ্গী নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা চলছে। সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়কে নিয়ে সেই পরীক্ষায় আপাতত জয়ই সফল হয়েছেন টিম ম্যানেজমেন্টের কাছে। যদিও তামিম ফিরলে সে ক্ষেত্রে পজিশন বদলে যেতে পারে তরুণ এই ব্যাটারের। আবার দলে নাও জায়গা পেতে পারেন তিনি। তাতে কী? নিজেকে ঝালিয়ে রাখছেন জয়।

ডু প্লেসিকে দলে পাওয়ার পর এই অভিজ্ঞ ক্রিকেটার থেকে টেস্টে ভালো করার টোটকা নিচ্ছেন জয়। এ বিষয়ে তিনি বলেন, ‘ফাফের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ওকে লাল বলের কথা জিজ্ঞেস করেছিলাম। আমাদের পরবর্তী সফর দক্ষিণ আফ্রিকায়। লাল বলে খেলা লাগতে পারে। তাই ওগুলো নিয়ে কথা হয়েছে। ও বলেছে, দক্ষিণ আফ্রিকায় উইকেট বাউন্সি হয়। ওখানে লাল বলে ডিফেন্স বেশি গুরুত্বপূর্ণ। আমাকে বলেছে যে, ডিফেন্সে যদি তুমি শক্তিশালী হও তাহলে ভালো করতে পারবা।’

জয় আরও বলেন, ‘আমাদের দলে অনেক বড় তারকা আছে। ফাফ-নারাইন ওদের কাছ থেকে আমরা নতুন নতুন কৌশলের ব্যাপারে জিজ্ঞেস করলে ওরা খুব ভালোভাবেই বলে। আমরা ওদের কাছে থেকে এগুলো শেখার চেষ্টা করছি। কোচিং স্টাফের সবাইও অনেক সাহায্য করে। তাই আমাদের দলও ভালো অবস্থানে আছে। চেষ্টা করব আমরা এটা ধরে রাখার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত