নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শেষে ফুরফুরে মেজাজে চট্টগ্রাম পর্ব শুরু করার কথা ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। হয়েছে তার ঠিক উল্টোটা। অধিনায়ক পরিবর্তনের ঘটনায় বিতর্কের জন্ম দিয়ে মাঠের ক্রিকেটেও তারা ছিল ছন্দহীন। চার ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট তালিকায় দুই ধাপ নিচে নেমে গেছে চট্টগ্রাম।
এদিকে ঢাকা পর্বে সবচেয়ে টালমাটাল মিনিস্টার গ্রুপ ঢাকা চমক দেখিয়েছে চট্টগ্রাম পর্বে। দুই ম্যাচের দুটিতেই ঘুরে দাঁড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে উঠে এসেছে তিনে। দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ঢাকা পর্বে ভরাডুবির পর যে আশার কথা শুনিয়েছিলেন, চট্টগ্রাম পর্বে সেটিই তাঁরা করে দেখিয়েছেন। ঢাকা পর্ব শেষে তামিম জানিয়েছিলেন, কোয়ালিফাই করতে বাকি ম্যাচগুলোর বেশির ভাগই জিততে হবে তাঁদের। কাজটা কঠিন স্বীকার করে তামিম বলেছিলেন, কাজটা তাদের জন্য কঠিন, কারণ বাকি ছয় ম্যাচে বেশির ভাগই জিততে হবে। কোয়ালিফাই করতে হয়তো চারটি জিততে হবে। তামিম এ-ও বলেছিলেন, ‘কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।’
ঢাকা পর্বে দুই ফিফটি করেও দলের হারে সমালোচিত তামিম জবাব দিয়েছেন চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে। সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৬৪ বলে ১১১ রানের অনবদ্য এক ইনিংস খেলে জিতিয়েছেন দলকে, জবাব দিয়েছেন সমালোচনার। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়েও তামিমের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ৩৫ বলে করেছিলেন ৪৬ রান। তবে এই ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ব্যাটে-বলে পারফর্ম করেছেন মাহমুদউল্লাহ। ৪১ বলে অপরাজিত ৭০ রানের সঙ্গে বল হাতে উইকেট না পেলেও ৩ ওভারে দিয়েছেন ১৭ রান। অধিনায়কের এমন আলো ছড়ানোর ম্যাচে কুমিল্লার বিপক্ষে ঢাকা জিতেছে ৫০ রানের ব্যবধানে। ব্যাটারদের সঙ্গে ঢাকার বোলাররাও এই দুই ম্যাচে নিজেদের কাজ ঠিকঠাকভাবে করেছেন। প্রথম ৪ ম্যাচে ৩ হারের বল তামিম বলেছিলেন একটা দল হয়ে খেলতে পারছে না তারা। তবে নিজেদের শেষ দুই ম্যাচে অবশ্য দল হয়ে খেলেই জিতেছে ঢাকা।
এই পর্বে মুদ্রার ওপিঠ দেখেছে চট্টগ্রাম। ৪ ম্যাচে জয় পেয়েছে মাত্র এক ম্যাচে। মাঠের বাইরের বিতর্কে মাঠেও ছন্নছাড়া মিরাজ-আফিফ-সাব্বিররা। চট্টগ্রামের পেসার শরীফুল ইসলাম অবশ্য বলছেন মিরাজের ঘটনা দলে প্রভাব ফেলেনি। গতকাল ফরচুন বরিশালের কাছে হারের পর দলের এমন পারফরম্যান্সের কারণও ব্যাখ্যা করেছেন শরীফুল। ২০ বছর বয়সী এই পেসারের সরল স্বীকারোক্তি, ‘চট্টগ্রামে এসে আমরা ভালো খেলতে পারিনি কারণ এখানে আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারিনি। ভালো খেলা এই কথা বলটা সহজ কিন্তু করা কঠিন। চেষ্টা করব এখান থেকে ঘুরে দাঁড়ানোর। আমাদের দলের পরিবেশ ভালো। উইকেটও ঠিক আছে। আসলে আমরা আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারছি না আমাদের আরও মনোযোগী হতে হবে।’
মিরাজকে নিয়ে শরীফুলে উত্তর, ‘দলে এটার কোনো প্রভাব পড়েনি। সবকিছুই ঠিক আছে। বাইরে থেকে যেটাই মনে হোক না কেন আমরা এখানে একটা পরিবারের মতোই আছি। ম্যাচে ফল নিজেদের দিকে না এলে অনেক কথায় হয়।’
চট্টগ্রাম পর্বে তাদের ভরাডুবি হলেও দাপট দেখিয়েছে ফরচুন বরিশাল। এই পর্বে সবচেয়ে বেশি সফল তারা। ৩ ম্যাচের ৩ টিতেই জিতেছে সাকিব আল হাসানের দল। সব মিলিয়ে ৬ ম্যাচের ৪ জয়ের সাকিবের বরিশাল এখন টেবিলের এক নম্বরে। দলের জয়ে ব্যাটে বলে অবদান রাখছেন সাকিব। শেষ দুটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচও তিনিই। টেবিলের দুই আছে কুমিল্লা, পাঁচে খুলনা টাইগার্স আর ছয়ে সিলেট সানরাইজার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শেষে ফুরফুরে মেজাজে চট্টগ্রাম পর্ব শুরু করার কথা ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। হয়েছে তার ঠিক উল্টোটা। অধিনায়ক পরিবর্তনের ঘটনায় বিতর্কের জন্ম দিয়ে মাঠের ক্রিকেটেও তারা ছিল ছন্দহীন। চার ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট তালিকায় দুই ধাপ নিচে নেমে গেছে চট্টগ্রাম।
এদিকে ঢাকা পর্বে সবচেয়ে টালমাটাল মিনিস্টার গ্রুপ ঢাকা চমক দেখিয়েছে চট্টগ্রাম পর্বে। দুই ম্যাচের দুটিতেই ঘুরে দাঁড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে উঠে এসেছে তিনে। দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ঢাকা পর্বে ভরাডুবির পর যে আশার কথা শুনিয়েছিলেন, চট্টগ্রাম পর্বে সেটিই তাঁরা করে দেখিয়েছেন। ঢাকা পর্ব শেষে তামিম জানিয়েছিলেন, কোয়ালিফাই করতে বাকি ম্যাচগুলোর বেশির ভাগই জিততে হবে তাঁদের। কাজটা কঠিন স্বীকার করে তামিম বলেছিলেন, কাজটা তাদের জন্য কঠিন, কারণ বাকি ছয় ম্যাচে বেশির ভাগই জিততে হবে। কোয়ালিফাই করতে হয়তো চারটি জিততে হবে। তামিম এ-ও বলেছিলেন, ‘কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।’
ঢাকা পর্বে দুই ফিফটি করেও দলের হারে সমালোচিত তামিম জবাব দিয়েছেন চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে। সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৬৪ বলে ১১১ রানের অনবদ্য এক ইনিংস খেলে জিতিয়েছেন দলকে, জবাব দিয়েছেন সমালোচনার। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়েও তামিমের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ৩৫ বলে করেছিলেন ৪৬ রান। তবে এই ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ব্যাটে-বলে পারফর্ম করেছেন মাহমুদউল্লাহ। ৪১ বলে অপরাজিত ৭০ রানের সঙ্গে বল হাতে উইকেট না পেলেও ৩ ওভারে দিয়েছেন ১৭ রান। অধিনায়কের এমন আলো ছড়ানোর ম্যাচে কুমিল্লার বিপক্ষে ঢাকা জিতেছে ৫০ রানের ব্যবধানে। ব্যাটারদের সঙ্গে ঢাকার বোলাররাও এই দুই ম্যাচে নিজেদের কাজ ঠিকঠাকভাবে করেছেন। প্রথম ৪ ম্যাচে ৩ হারের বল তামিম বলেছিলেন একটা দল হয়ে খেলতে পারছে না তারা। তবে নিজেদের শেষ দুই ম্যাচে অবশ্য দল হয়ে খেলেই জিতেছে ঢাকা।
এই পর্বে মুদ্রার ওপিঠ দেখেছে চট্টগ্রাম। ৪ ম্যাচে জয় পেয়েছে মাত্র এক ম্যাচে। মাঠের বাইরের বিতর্কে মাঠেও ছন্নছাড়া মিরাজ-আফিফ-সাব্বিররা। চট্টগ্রামের পেসার শরীফুল ইসলাম অবশ্য বলছেন মিরাজের ঘটনা দলে প্রভাব ফেলেনি। গতকাল ফরচুন বরিশালের কাছে হারের পর দলের এমন পারফরম্যান্সের কারণও ব্যাখ্যা করেছেন শরীফুল। ২০ বছর বয়সী এই পেসারের সরল স্বীকারোক্তি, ‘চট্টগ্রামে এসে আমরা ভালো খেলতে পারিনি কারণ এখানে আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারিনি। ভালো খেলা এই কথা বলটা সহজ কিন্তু করা কঠিন। চেষ্টা করব এখান থেকে ঘুরে দাঁড়ানোর। আমাদের দলের পরিবেশ ভালো। উইকেটও ঠিক আছে। আসলে আমরা আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারছি না আমাদের আরও মনোযোগী হতে হবে।’
মিরাজকে নিয়ে শরীফুলে উত্তর, ‘দলে এটার কোনো প্রভাব পড়েনি। সবকিছুই ঠিক আছে। বাইরে থেকে যেটাই মনে হোক না কেন আমরা এখানে একটা পরিবারের মতোই আছি। ম্যাচে ফল নিজেদের দিকে না এলে অনেক কথায় হয়।’
চট্টগ্রাম পর্বে তাদের ভরাডুবি হলেও দাপট দেখিয়েছে ফরচুন বরিশাল। এই পর্বে সবচেয়ে বেশি সফল তারা। ৩ ম্যাচের ৩ টিতেই জিতেছে সাকিব আল হাসানের দল। সব মিলিয়ে ৬ ম্যাচের ৪ জয়ের সাকিবের বরিশাল এখন টেবিলের এক নম্বরে। দলের জয়ে ব্যাটে বলে অবদান রাখছেন সাকিব। শেষ দুটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচও তিনিই। টেবিলের দুই আছে কুমিল্লা, পাঁচে খুলনা টাইগার্স আর ছয়ে সিলেট সানরাইজার্স।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে