Ajker Patrika

বিপিএলের শেষাংশে থাকতে পারে ডিআরএস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৫১
বিপিএলের শেষাংশে থাকতে পারে ডিআরএস

মহামারিকে কারণে দেখিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই আসরে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা পর্বের প্রথম অংশের খেলাগুলো হয়েছে ডিআরএস ছাড়াই। ‘দুধের স্বাদ ঘোলে মেটাতে’ টুর্নামেন্টে যুক্ত করা হয়েছে এডিআরএস। তাতেও শতভাগ সঠিক সিদ্ধান্ত নিয়ে থেকে যাচ্ছে সংশয়।

বিপিএল শেষেই শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। সাদা বলের দুটি সিরিজে ডিআরএস থাকবে কি না এ নিয়েও ছিল অনিশ্চয়তা। অবশেষে আশার কথা শোনালেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। আজ সংবাদমাধ্যমকে তিনি জানালেন, আফগানদের বিপক্ষে ওয়নাডে ও টি-টোয়েন্টি সিরিজে ডিআরএস আনার চেষ্টা করছেন তাঁরা।

বিপিএলের ঢাকা পর্বের তৃতীয় অংশের খেলাতেও যুক্ত হতে পারে ডিআরএস। এ প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেছেন, ‘আমরা চেষ্টা করছি বিপিএলের শেষ অংশে ডিআরএস যুক্ত করা যায় কিনা। এরই মধ্যে প্রক্রিয়া শুরু করা হয়েছে। আমাদের পরিকল্পনা আছে আফগানিস্তান সিরিজে ডিআরএস আনার। চেষ্টা করব ঢাকার শেষ অংশেই এটা যুক্ত করার।’

বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ওয়ানডে সিরিজ ঢাকায় ও টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। সিরিজ দুটিকে সামনে রেখে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবেন রশিদ-নবীরা। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা আফগানদের। আজ কালের মধ্যে সিরিজ দুটির সূচি ঘোষণার কথা জানান বোর্ডের প্রধান নির্বাহী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

৫ দুর্বল ব্যাংক একীভূতকরণে অর্থায়ন নিয়ে শঙ্কা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত