Ajker Patrika

মিরাজ-চট্টগ্রামকে সতর্ক করে ছেড়ে দিল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরাজ-চট্টগ্রামকে সতর্ক করে ছেড়ে দিল বিসিবি

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে মেহেদী হাসান মিরাজ কাণ্ড নিয়ে কম জলঘোলা হয়নি। ফ্র্যাঞ্চাইজির দিকে অভিযোগের আঙুল তুলে দল ছাড়তে চেয়েছিলেন তিনি। 

টানা ২৪ ঘণ্টা দুপক্ষের পক্ষের চলমান বিভেদ শেষ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হস্তক্ষেপে। তবে এখানেই শেষ নয়, অন্য কেউ একই ঘটনার পুনরাবৃত্তি যেন না করে, তার জন্য দুই পক্ষকে নিয়ে শুনানিতে বসে বিসিবি। সেখানে উভয়ের ভুল স্বীকারে বড় কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি।

শুনানির পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানানোর কথা বিসিবির। তার আগে দুপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ভুল স্বীকার করে নেওয়ায় কোনো ধরনের শাস্তির পেতে হয়নি। তবে সবাইকে সতর্ক করে দিয়েছে বোর্ড।

ঘটনার শুরু হঠাৎ করে অধিনায়কত্ব থেকে মিরাজকে সরিয়ে দেওয়া নিয়ে। জাতীয় দলের এই ক্রিকেটার বিষয়টি সহজভাবে নিতে পারেননি। অবশ্য এখানে ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানেরও দায় থেকে যায়। তবে নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়াতে তাদের কোনো শাস্তি পেতে হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত