কোটি টাকার রাসেল শুধু হারেই!
দল সাজাতে এবার কোনো অপূর্ণতা রাখেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। মৌসুমের সব শিরোপার দিকে চোখ রেখে জাতীয় দলের একাধিক ফুটবলার দলে রেখে রাসেলের এবারের খরচ ১০ কোটি টাকার মতো। কিন্তু মাঠের খেলা দেখে ভুলেও বোঝার উপায় নেই, রাসেলের এবারের দলটা খরচের দিক থেকে দ্বিতীয় ব্যয়বহুল দল!