বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন সুনীল নারাইন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাঁকে সর্বশেষ খেলতে দেখা গেছে তিন বছর আগে।
উইন্ডিজের খেলা থাকলেই ইদানীং নারাইনকে নিয়ে কথা হয়। ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়—কেন জাতীয় দলের হয়ে খেলেন না তিনি? সংবাদমাধ্যমে এ প্রশ্নের জবাব নারাইন নিজেই দিয়েছেন।
উইন্ডিজের হয়ে নারাইন শেষবার খেলেছেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। এরপর আর মেরুন জার্সিতে দেখা যায়নি তাঁকে। কারণ হিসেবে সরাসরি ক্রিকেট উইন্ডিজ (সিডব্লুআই) ও ম্যানেজমেন্টকে দায়ী না করলেও আঙুল তুলেছেন বোর্ড কর্মকর্তাদের দিকেই। বলেছেন, ‘না খেলার অনেক কারণ আছে। সেসব নিয়ে কথা বলতে চাই না। সবাই দেশের (জাতীয় দলের) হয়ে খেলতে চায়। আমিও চাই। খেলতে চেয়েও খেলতে না পারার কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি।’
গতকাল তো উইন্ডিজ নারী দলের অলরাউন্ডার ডিন্ড্রা ডটিন ‘ড্রেসিংরুমের পরিবেশ ভালো নয়’ অভিযোগ তুলে অবসরই নিয়েছেন। তবে নারাইন এখনই অবসরের চিন্তা করছেন না। ক্যারিবিয়ান এই তারকা আবারও উইন্ডিজের হয়ে খেলতে চান, ‘আশা করছি ভবিষ্যতে আবার দেশের জার্সি পরব। যখনই সুযোগ পাব, উইন্ডিজের হয়ে খেলব। দেশের হয়ে খেলার জন্য উন্মুখ আছি।’
নারাইনের আইপিএল ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে। তখন থেকেই কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলছেন। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে দুবার শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছেন।
সর্বশেষ বিপিএলেও নারাইন ছিলেন চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের অপরিহার্য সদস্য। দলকে শিরোপা জেতানোর পথে বিপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন সুনীল নারাইন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাঁকে সর্বশেষ খেলতে দেখা গেছে তিন বছর আগে।
উইন্ডিজের খেলা থাকলেই ইদানীং নারাইনকে নিয়ে কথা হয়। ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়—কেন জাতীয় দলের হয়ে খেলেন না তিনি? সংবাদমাধ্যমে এ প্রশ্নের জবাব নারাইন নিজেই দিয়েছেন।
উইন্ডিজের হয়ে নারাইন শেষবার খেলেছেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। এরপর আর মেরুন জার্সিতে দেখা যায়নি তাঁকে। কারণ হিসেবে সরাসরি ক্রিকেট উইন্ডিজ (সিডব্লুআই) ও ম্যানেজমেন্টকে দায়ী না করলেও আঙুল তুলেছেন বোর্ড কর্মকর্তাদের দিকেই। বলেছেন, ‘না খেলার অনেক কারণ আছে। সেসব নিয়ে কথা বলতে চাই না। সবাই দেশের (জাতীয় দলের) হয়ে খেলতে চায়। আমিও চাই। খেলতে চেয়েও খেলতে না পারার কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি।’
গতকাল তো উইন্ডিজ নারী দলের অলরাউন্ডার ডিন্ড্রা ডটিন ‘ড্রেসিংরুমের পরিবেশ ভালো নয়’ অভিযোগ তুলে অবসরই নিয়েছেন। তবে নারাইন এখনই অবসরের চিন্তা করছেন না। ক্যারিবিয়ান এই তারকা আবারও উইন্ডিজের হয়ে খেলতে চান, ‘আশা করছি ভবিষ্যতে আবার দেশের জার্সি পরব। যখনই সুযোগ পাব, উইন্ডিজের হয়ে খেলব। দেশের হয়ে খেলার জন্য উন্মুখ আছি।’
নারাইনের আইপিএল ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে। তখন থেকেই কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলছেন। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে দুবার শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছেন।
সর্বশেষ বিপিএলেও নারাইন ছিলেন চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের অপরিহার্য সদস্য। দলকে শিরোপা জেতানোর পথে বিপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে