Ajker Patrika

বরখাস্ত শেখ রাসেল কোচ ও ম্যানেজার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বরখাস্ত শেখ রাসেল কোচ ও ম্যানেজার 

লিগের সব শিরোপার দিকে নজর রেখে শেখ রাসেল ক্রীড়া চক্র পড়ে আছে পয়েন্ট টেবিলের তলানিতে। ১২ দলের লিগে কোটি টাকার  রাসেলের অবস্থান এখন ১১। সেই ব্যর্থতায় চাকরি হারিয়েছেন দলটির কোচ সাইফুল বারি টিটু ও ম্যানেজার ওয়াসিম ইকবাল। 

সবশেষ পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরেছে শেখ রাসেল। শেষ দুই ম্যাচে হার উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধার বিপক্ষে। সেই হারের হারের কারণ ব্যাখ্যা দিতে না পারায় চাকরি হারিয়েছেন দেশের অন্যতম সেরা কোচ টিটু, এমনটাই জানালেন শেখ রাসেলের ডিরেক্টর (স্পোর্টস) সালেহ জামান সেলিম। বলেছেন, ‘গত পাঁচ ম্যাচে দলের বাজে পারফরম্যান্সের কোনো সদুত্তর দিতে পারেননি কোচ। শুধু বলেছেন, হারের দায় তার। এভাবে তো ক্লাব চলে না। আর দায়িত্বে অবহেলা করায় বরখাস্ত হয়েছেন দলের ম্যানেজার।’ 

লিগের দ্বিতীয় লেগের আগে বিদেশি কোচ আনতে চায় শেখ রাসেল। এর আগ পর্যন্ত দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। শেখ রাসেলের কোচ হিসেবে শোনা যাচ্ছে শেখ জামালের সাবেক কোচ জোসেফ আপুসির নাম।  

কোচের সঙ্গে দলের বিদেশি খেলোয়াড়দেরও পরিবর্তন করতে চায় ক্লাবটি। দুই ব্রাজিলিয়ান আলতন মাচাদোর ও থিয়াগো আমারালের সঙ্গে পর্তুগিজ ইসমায়েল রুটি তাবারেজকে বিদায় করে ভালো মানের বিদেশি খেলোয়াড় আনা হবে জানিয়েছেন সালেহ জামান সেলিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত