Ajker Patrika

কোটি টাকার রাসেল শুধু হারেই! 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটি টাকার রাসেল শুধু হারেই! 

দল সাজাতে এবার কোনো অপূর্ণতা রাখেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। মৌসুমের সব শিরোপার দিকে চোখ রেখে জাতীয় দলের একাধিক ফুটবলার দলে রেখে রাসেলের এবারের খরচ ১০ কোটি টাকার মতো। কিন্তু মাঠের খেলা দেখে ভুলেও বোঝার উপায় নেই, রাসেলের এবারের দলটা খরচের দিক থেকে দ্বিতীয় ব্যয়বহুল দল! 

স্বাধীনতা ও ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত থামা রাসেলের ব্যর্থতার দৌড় চলছে লিগ ফুটবলেও। আগের সাত ম্যাচে মাত্র এক জয় পাওয়া দলটা হেরেছে আজকেও। আগের ম্যাচে তলানির দিকে থাকা দল উত্তর বারিধারার কাছে হেরেছিল রাসেল, আজ হারল তলানির আরেক দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে। ব্যবধানটাও আবার চোখ কপালে ওঠার মতো, রাসেলের অর্ধেকেরও কম ব্যয়ে সাজানো মুক্তিযোদ্ধার জয় ৩-০ গোলে। 

অর্থ ব্যয় করলেই যে সাফল্য আসে না-এই সত্য হাড়ে হাড়ে টের পাচ্ছে ফ্রান্সের দল পিএসজি। রাসেলের অবস্থাও এখন যে পিএসজির মতোই। মাঠের খেলায় নেই কোনো পরিষ্কার পরিকল্পনার ছাপ, দামি বিদেশির ফুটবলারদের অবস্থা আরও করুণ। দুই ব্রাজিলিয়ান আলতন মাচাদোর ও থিয়াগো আমারালের সঙ্গে পর্তুগিজ ইসমায়েল রুটি তাবারেজ প্রতিপক্ষের জাল কোথায় সেটাই যেন খুঁজে পাচ্ছেন না। দেশি ফুটবলাররাও ধুঁকছেন আত্মবিশ্বাসের অভাবে। বাতাসে গুঞ্জন, গো হারা হারের কারণে চাকরি হারাতে পারেন দেশের অন্যতম সেরা কোচ সাইফুল বারি টিটু। একের পর হারে দলের সবার মধ্যে অনেকটা ছন্নছাড়া ভাব। 

এমন গা ছাড়া ভাবটা দেখা গেল আজকেও। রাসেলের ফুটবলারদের  একের পর সুযোগ নষ্ট করার ফাঁকে ২২ মিনিটে স্বদেশি তেতসুয়াকি মিসাওয়ার পাসে মুক্তিযোদ্ধাকে প্রথম গোলটা এনে দিয়েছেন সোমা ওতানি। ৫৪ মিনিটে তেতসুয়াকির ফ্রি-কিক থেকে ব্যবধানটা দ্বিগুণ করেন দিদারুল আলম। ৮১ মিনিটে রাসেল গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার ভুলে আমিনুর রহমানের গোলটা শুধু লজ্জাই বাড়িয়েছে রাসেলের। 

লিগের পঞ্চম হারে ৫ পয়েন্টে ১২ দলের লিগে রাসেলের অবস্থান ১১’তে। লিগের দ্বিতীয় জয় পাওয়া মুক্তিযোদ্ধার অবস্থান ৬ পয়েন্টে রাসেলের ঠিক ওপরেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত