Ajker Patrika

কে মুনিম, কে নাঈম চিনতে পারেননি সিডন্স

কে মুনিম, কে নাঈম চিনতে পারেননি সিডন্স

সদ্য শেষ হওয়া বিপিএল দুজনকে দুই মেরুতে দাঁড় করিয়েছে। বিপিএলের পারফরম্যান্স দিয়েই প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন মুনিম শাহরিয়ার। অন্যদিকে বিপিএলই মোহাম্মদ নাঈমের জাতীয় দলে অন্তর্ভুক্তির মুখে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছিল। যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ব্যাখ্যায় ‘গত এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করায়’ এ যাত্রায় টিকে গেছেন নাঈম।

টি-টোয়েন্টিতে নাঈমের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন বেশ পুরোনো হয়েছে। এবারের বিপিএলে একাদশেই জায়গা মেলেনি নিয়মিত। জাতীয় দলে নিয়মিত ওপেনিংয়েও খেললেও মিনিস্টার ঢাকার হয়ে ফিনিশার রোলে খেলতে দেখা গেছে তাঁকে। তবে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাঈম ওপেনিং করবেন বলে জানিয়েছেন জেমি সিডন্স। টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিতে চট্টগ্রামে আছেন মুনিম-নাঈমরা। টি-টোয়েন্টি দলের বেশির ভাগ সদস্যই ওয়ানডে দলের সঙ্গে চট্টগ্রামে রয়েছেন। 

টি-টোয়েন্টি দলের ১৪ সদস্যের বাইরে থাকা খেলোয়াড়দের বাড়তি অনুশীলন সুবিধা দিতে চট্টগ্রামে ডেকে নেওয়া হয়েছে। এই দলে থাকা মুনিম-নাঈমকে চিনতেই পারেননি বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ সিডন্স। তৃতীয় ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি ওদের সঙ্গে আজ প্রথমবার দেখা করলাম। এমনকি এখনো বলতে পারব না তাদের কার নাম কী। আজ ও আগামীকাল আমি ওদের ভালোভাবে চিনব। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের সময় তো আছেই।’ 

মুনিম-নাঈম দুজনকেই বিপিএলে দেখেছেন জানিয়ে সিডন্স আরও বলেছেন, ‘ওদেরকে বিপিএলে দেখেছি। একজন (মুনিম শাহরিয়ার) পুরো সময় ভালো খেলেছে। আরেকজন (মোহাম্মদ নাঈম) খুব একটা সুযোগ পায়নি। আশা করি, জাতীয় দলে সে ওপেন করবে। আমরা টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে আরও ভালো করতে চেষ্টা করছি। অবশ্যই শেষদিকে ফিনিশিংটাও যেন ভালো করতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত