পশ্চিমের ধনীরা কেন জানালার পর্দা খোলা রাখে, জানা গেল গবেষণায়
যুক্তরাষ্ট্রের অভিজাত এলাকাগুলোতে গেলেই এখন যে কারও খোলা জানালা দিয়ে ঘরে উঁকি দেওয়া যায়। সংকোচ ঝেড়ে আধখোলা দরজা বা জানালা দিয়ে একটু উঁকি দিলেই দেখা যায়, দেয়ালে বিশাল স্ক্রিনের ফ্ল্যাট টেলিভিশন, বৃত্তাকারে সাজানো দামি কাঠের সোফা, আরও অনেক চোখ ঝলসানো আসবাবপত্র। যেন এক বিলাসপণ্যের শোরুম!