হারিয়ে যাওয়া একটি কুকুর তার মালিকের কাছে ফিরেছে সাড়ে আট মাস পর। অবিশ্বাস্য ব্যাপার হলো, ক্যালিফোর্নিয়ার এক শহর থেকে হারালেও তাকে পাওয়া গেছে মিশিগানে। দুটি জায়গার দূরত্ব ২০০০ মাইল। এই বিশাল দূরত্ব ছোট্ট কুকুরটি পেরোল কীভাবে?
মিশকা নামের টেরিয়ার মিক্স কুকুরটি সান ডিয়াগো থেকে গত বছরের জুলাইয়ে মাঝামাঝি নিখোঁজ হয়। কুকুরটির মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে এর খোঁজ কেউ পেলে জানানোর অনুরোধ করলেও কোনো সাড়া পাননি।
ঘটনার প্রায় ৯ মাস পর এবং মার্চের শেষ দিকে মিশিগানের ডেট্রয়েটের শহরতলির কর্তৃপক্ষ এমন একটি হারিয়ে যাওয়া কুকুরের খোঁজ পায়।
হার্পার উডসের পুলিশ কুকুরটি উদ্ধার করে এবং প্রাণীদের নিয়ে কাজ করা দ্য গ্রোস পয়েন্টে অ্যানিমেল অ্যাডপশন সোসাইটির সঙ্গে যোগাযোগ করে। আর তারা শিগগিরই আবিষ্কার করে যে তিন বছর বয়সী মিশকার গায়ে চিপের মাধ্যমে তার মালিকের তথ্য আটকানো আছে। পশ্চিম উপকূলে সান ডিয়াগোতে বাস তাঁর।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
খবরটা পাওয়ার পরেই মিশকার মালিক মেরাড হুম্যান ও তাঁর পরিবার উড়োজাহাজে করে মিনেসোটায় চলে আসেন। তারপর গাড়িতে করে ১০ ঘণ্টার যাত্রায় মিশিগানে পৌঁছান। আর প্রিয় মিশকার সঙ্গে আবেগঘন এক পরিস্থিতির মাধ্যমে পুনর্মিলন হয় তাঁদের।
‘এটা এমন একটা ঘটনা, যা নিয়ে হলিউড চলচ্চিত্রে রূপান্তর করতে পারে।’ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লেখে অ্যাডপশন সোসাইটি।
হুম্যানের কাজের জায়গা থেকে মিশকা হারিয়ে গিয়েছিল। অ্যানিমেল ওয়েলফেয়ার গ্রুপটির পরিচালক করিন মার্টিনের ধারণা, কুকুরটিকে চুরি করে বিক্রি করা হয়। আর এভাবেই এটা মিশিগানে পৌঁছে যায়।
ভালোভাবে স্বাস্থ্য পরীক্ষা করে জলাতঙ্কের টিকা দেওয়ার পর ক্যালিফোর্নিয়ায় তার বাড়িতে ফিরতে কুকুরটির আর কোনো বাধা থাকে না।
‘সে পরিচ্ছন্ন ছিল এবং খাওয়ানো হয়েছিল তাকে। যত দূর বোঝা যাচ্ছে, যেখানে সে ছিল সেখানে তার ভালো যত্ন নেওয়া হয়।’ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন পশু চিকিৎসক ন্যান্সি পিলসবারি।
‘তবে সে এখানে কীভাবে এসেছে, গল্প শুধু মিশকারই জানা আছে।’ বলেন তিনি।
হারিয়ে যাওয়া একটি কুকুর তার মালিকের কাছে ফিরেছে সাড়ে আট মাস পর। অবিশ্বাস্য ব্যাপার হলো, ক্যালিফোর্নিয়ার এক শহর থেকে হারালেও তাকে পাওয়া গেছে মিশিগানে। দুটি জায়গার দূরত্ব ২০০০ মাইল। এই বিশাল দূরত্ব ছোট্ট কুকুরটি পেরোল কীভাবে?
মিশকা নামের টেরিয়ার মিক্স কুকুরটি সান ডিয়াগো থেকে গত বছরের জুলাইয়ে মাঝামাঝি নিখোঁজ হয়। কুকুরটির মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে এর খোঁজ কেউ পেলে জানানোর অনুরোধ করলেও কোনো সাড়া পাননি।
ঘটনার প্রায় ৯ মাস পর এবং মার্চের শেষ দিকে মিশিগানের ডেট্রয়েটের শহরতলির কর্তৃপক্ষ এমন একটি হারিয়ে যাওয়া কুকুরের খোঁজ পায়।
হার্পার উডসের পুলিশ কুকুরটি উদ্ধার করে এবং প্রাণীদের নিয়ে কাজ করা দ্য গ্রোস পয়েন্টে অ্যানিমেল অ্যাডপশন সোসাইটির সঙ্গে যোগাযোগ করে। আর তারা শিগগিরই আবিষ্কার করে যে তিন বছর বয়সী মিশকার গায়ে চিপের মাধ্যমে তার মালিকের তথ্য আটকানো আছে। পশ্চিম উপকূলে সান ডিয়াগোতে বাস তাঁর।
এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
খবরটা পাওয়ার পরেই মিশকার মালিক মেরাড হুম্যান ও তাঁর পরিবার উড়োজাহাজে করে মিনেসোটায় চলে আসেন। তারপর গাড়িতে করে ১০ ঘণ্টার যাত্রায় মিশিগানে পৌঁছান। আর প্রিয় মিশকার সঙ্গে আবেগঘন এক পরিস্থিতির মাধ্যমে পুনর্মিলন হয় তাঁদের।
‘এটা এমন একটা ঘটনা, যা নিয়ে হলিউড চলচ্চিত্রে রূপান্তর করতে পারে।’ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লেখে অ্যাডপশন সোসাইটি।
হুম্যানের কাজের জায়গা থেকে মিশকা হারিয়ে গিয়েছিল। অ্যানিমেল ওয়েলফেয়ার গ্রুপটির পরিচালক করিন মার্টিনের ধারণা, কুকুরটিকে চুরি করে বিক্রি করা হয়। আর এভাবেই এটা মিশিগানে পৌঁছে যায়।
ভালোভাবে স্বাস্থ্য পরীক্ষা করে জলাতঙ্কের টিকা দেওয়ার পর ক্যালিফোর্নিয়ায় তার বাড়িতে ফিরতে কুকুরটির আর কোনো বাধা থাকে না।
‘সে পরিচ্ছন্ন ছিল এবং খাওয়ানো হয়েছিল তাকে। যত দূর বোঝা যাচ্ছে, যেখানে সে ছিল সেখানে তার ভালো যত্ন নেওয়া হয়।’ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন পশু চিকিৎসক ন্যান্সি পিলসবারি।
‘তবে সে এখানে কীভাবে এসেছে, গল্প শুধু মিশকারই জানা আছে।’ বলেন তিনি।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে