রাস্তায় হঠাৎ যদি দেখেন গাড়ির পাশাপাশি মস্ত এক উট পাখি ছুটছে, তখন কেমন লাগবে বলুন তো? এমন কাণ্ডই হয়েছে দক্ষিণ কোরিয়ার এক শহরে। একটি পার্ক থেকে পালিয়ে আসা ওই উট পাখি এক ঘণ্টার বেশি দৌড়ে বেড়ায় রাস্তায়।
দক্ষিণ কোরিয়ার সিয়ংনাম শহরের এক ব্যস্ত সড়কে গত মঙ্গলবার সকালে এমন কাণ্ড হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে পাখিটিকে যানবাহন এড়ানোর চেষ্টা করতে এবং একটি ট্রাকের সঙ্গে মৃদু ধাক্কা খেতেও দেখা যায়।
উদ্ভট এই দৃশ্য দেখে মোটরসাইকেলচালকেরা উটপাখির সঙ্গে সংঘর্ষ এড়াতে তাদের গাড়ির গতি কমিয়ে দেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, পাখিটির নাম তাদোরি এবং ওই এলাকায় গাড়ি চালানো বেশ কয়েকজন চালক ক্যামেরায় এর ছুটে বেড়ানোর দৃশ্য বন্দী করেন।
সিওংনামের ডেওন টানেল মোড়ে উট পাখিটিকে দেখা যায় বলে জানিয়েছে দ্য স্টার।
তাদোরি একটি স্থানীয় ইকোলজিক্যাল পার্ক থেকে পালিয়ে গিয়েছিল। এক ঘণ্টার বেশি সময় মুক্ত অবস্থায় সে ঘুরে বেড়িয়েছে বলে জানা গেছে। পাখিটিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নিরাপদে পার্কে ফিরিয়ে দিয়েছেন বলে জানায় বিবিসি।
এদিকে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
‘প্রাণীটি গাড়ির মতো একই গতিতে চলছিল।’ একজন এক্স ব্যবহারকারী লেখেন। অন্য একজন লেখেন, ‘উট পাখিটি রাজকীয়ভাবে দৌড়াচ্ছে।’
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহেপ জানিয়েছে, পাখিটিকে সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) রাস্তায় ছুটে চলতে দেখা যায় এবং সকাল ১০টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) একটি কারখানা নির্মাণের জায়গায় ধরা পড়ে এটি।
রাস্তায় হঠাৎ যদি দেখেন গাড়ির পাশাপাশি মস্ত এক উট পাখি ছুটছে, তখন কেমন লাগবে বলুন তো? এমন কাণ্ডই হয়েছে দক্ষিণ কোরিয়ার এক শহরে। একটি পার্ক থেকে পালিয়ে আসা ওই উট পাখি এক ঘণ্টার বেশি দৌড়ে বেড়ায় রাস্তায়।
দক্ষিণ কোরিয়ার সিয়ংনাম শহরের এক ব্যস্ত সড়কে গত মঙ্গলবার সকালে এমন কাণ্ড হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে পাখিটিকে যানবাহন এড়ানোর চেষ্টা করতে এবং একটি ট্রাকের সঙ্গে মৃদু ধাক্কা খেতেও দেখা যায়।
উদ্ভট এই দৃশ্য দেখে মোটরসাইকেলচালকেরা উটপাখির সঙ্গে সংঘর্ষ এড়াতে তাদের গাড়ির গতি কমিয়ে দেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, পাখিটির নাম তাদোরি এবং ওই এলাকায় গাড়ি চালানো বেশ কয়েকজন চালক ক্যামেরায় এর ছুটে বেড়ানোর দৃশ্য বন্দী করেন।
সিওংনামের ডেওন টানেল মোড়ে উট পাখিটিকে দেখা যায় বলে জানিয়েছে দ্য স্টার।
তাদোরি একটি স্থানীয় ইকোলজিক্যাল পার্ক থেকে পালিয়ে গিয়েছিল। এক ঘণ্টার বেশি সময় মুক্ত অবস্থায় সে ঘুরে বেড়িয়েছে বলে জানা গেছে। পাখিটিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নিরাপদে পার্কে ফিরিয়ে দিয়েছেন বলে জানায় বিবিসি।
এদিকে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
‘প্রাণীটি গাড়ির মতো একই গতিতে চলছিল।’ একজন এক্স ব্যবহারকারী লেখেন। অন্য একজন লেখেন, ‘উট পাখিটি রাজকীয়ভাবে দৌড়াচ্ছে।’
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহেপ জানিয়েছে, পাখিটিকে সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) রাস্তায় ছুটে চলতে দেখা যায় এবং সকাল ১০টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) একটি কারখানা নির্মাণের জায়গায় ধরা পড়ে এটি।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে