রাস্তায় হঠাৎ যদি দেখেন গাড়ির পাশাপাশি মস্ত এক উট পাখি ছুটছে, তখন কেমন লাগবে বলুন তো? এমন কাণ্ডই হয়েছে দক্ষিণ কোরিয়ার এক শহরে। একটি পার্ক থেকে পালিয়ে আসা ওই উট পাখি এক ঘণ্টার বেশি দৌড়ে বেড়ায় রাস্তায়।
দক্ষিণ কোরিয়ার সিয়ংনাম শহরের এক ব্যস্ত সড়কে গত মঙ্গলবার সকালে এমন কাণ্ড হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে পাখিটিকে যানবাহন এড়ানোর চেষ্টা করতে এবং একটি ট্রাকের সঙ্গে মৃদু ধাক্কা খেতেও দেখা যায়।
উদ্ভট এই দৃশ্য দেখে মোটরসাইকেলচালকেরা উটপাখির সঙ্গে সংঘর্ষ এড়াতে তাদের গাড়ির গতি কমিয়ে দেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, পাখিটির নাম তাদোরি এবং ওই এলাকায় গাড়ি চালানো বেশ কয়েকজন চালক ক্যামেরায় এর ছুটে বেড়ানোর দৃশ্য বন্দী করেন।
সিওংনামের ডেওন টানেল মোড়ে উট পাখিটিকে দেখা যায় বলে জানিয়েছে দ্য স্টার।
তাদোরি একটি স্থানীয় ইকোলজিক্যাল পার্ক থেকে পালিয়ে গিয়েছিল। এক ঘণ্টার বেশি সময় মুক্ত অবস্থায় সে ঘুরে বেড়িয়েছে বলে জানা গেছে। পাখিটিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নিরাপদে পার্কে ফিরিয়ে দিয়েছেন বলে জানায় বিবিসি।
এদিকে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
‘প্রাণীটি গাড়ির মতো একই গতিতে চলছিল।’ একজন এক্স ব্যবহারকারী লেখেন। অন্য একজন লেখেন, ‘উট পাখিটি রাজকীয়ভাবে দৌড়াচ্ছে।’
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহেপ জানিয়েছে, পাখিটিকে সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) রাস্তায় ছুটে চলতে দেখা যায় এবং সকাল ১০টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) একটি কারখানা নির্মাণের জায়গায় ধরা পড়ে এটি।
রাস্তায় হঠাৎ যদি দেখেন গাড়ির পাশাপাশি মস্ত এক উট পাখি ছুটছে, তখন কেমন লাগবে বলুন তো? এমন কাণ্ডই হয়েছে দক্ষিণ কোরিয়ার এক শহরে। একটি পার্ক থেকে পালিয়ে আসা ওই উট পাখি এক ঘণ্টার বেশি দৌড়ে বেড়ায় রাস্তায়।
দক্ষিণ কোরিয়ার সিয়ংনাম শহরের এক ব্যস্ত সড়কে গত মঙ্গলবার সকালে এমন কাণ্ড হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে পাখিটিকে যানবাহন এড়ানোর চেষ্টা করতে এবং একটি ট্রাকের সঙ্গে মৃদু ধাক্কা খেতেও দেখা যায়।
উদ্ভট এই দৃশ্য দেখে মোটরসাইকেলচালকেরা উটপাখির সঙ্গে সংঘর্ষ এড়াতে তাদের গাড়ির গতি কমিয়ে দেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, পাখিটির নাম তাদোরি এবং ওই এলাকায় গাড়ি চালানো বেশ কয়েকজন চালক ক্যামেরায় এর ছুটে বেড়ানোর দৃশ্য বন্দী করেন।
সিওংনামের ডেওন টানেল মোড়ে উট পাখিটিকে দেখা যায় বলে জানিয়েছে দ্য স্টার।
তাদোরি একটি স্থানীয় ইকোলজিক্যাল পার্ক থেকে পালিয়ে গিয়েছিল। এক ঘণ্টার বেশি সময় মুক্ত অবস্থায় সে ঘুরে বেড়িয়েছে বলে জানা গেছে। পাখিটিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নিরাপদে পার্কে ফিরিয়ে দিয়েছেন বলে জানায় বিবিসি।
এদিকে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
‘প্রাণীটি গাড়ির মতো একই গতিতে চলছিল।’ একজন এক্স ব্যবহারকারী লেখেন। অন্য একজন লেখেন, ‘উট পাখিটি রাজকীয়ভাবে দৌড়াচ্ছে।’
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহেপ জানিয়েছে, পাখিটিকে সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) রাস্তায় ছুটে চলতে দেখা যায় এবং সকাল ১০টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) একটি কারখানা নির্মাণের জায়গায় ধরা পড়ে এটি।
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
৪৩ মিনিট আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
১ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
২ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
২ দিন আগে