২০ বছর আলাস্কার এক শহরের মেয়র ছিল স্টাবস নামের বিড়ালটি
মেয়র পদটি একটি শহরের জন্য নিশ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরবাসীর দেখভালের দায়িত্ব তাঁরই। কিন্তু এখন আপনি যদি শোনেন একটি শহরের মেয়রের দায়িত্ব পালন করেছে একটি বিড়াল, তাও এক-দুই বছর নয়, ২০ বছর! আপনার নিশ্চয় চোখ কপালে উঠবে। আজ ৮ আগস্ট আন্তর্জাতিক বিড়াল দিবসে থাকছে স্টাবস নামের ওই বিড়ালটির গল্প।