একটি পাখি দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করে নিয়ে যায় শুনলে নিশ্চয়ই অবাক হবেন। আর যখন জানবেন এটি এ কাজ করছে ছয় বছর ধরে তখন নিশ্চয় চোপ কপালে উঠবে। কিন্তু সত্যি এমন কাণ্ড করে আসছে একটি গাঙচিল। তার একটি আলুর চিপস চুরির ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়লে রীতিমতো বিখ্যাত হয়ে গেছে পাখিটি।
পাখিটির এই কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বেশ আনন্দ দিলেও যে দোকান থেকে চিপস চুরি করছে সে তার কর্মচারীরা মোটেই আনন্দে নেই।
ইংল্যান্ডের ডোরসেটের ওয়াইক রিজেসের সেন্ট্রাল স্টোর নামের একটি দোকানের কর্মচারীরা জানান, গাঙচিলটির নাম দিয়েছেন তাঁরা স্টিভেন। ছয় বছর ধরে চিপসের প্যাকেট চুরি করতে এভাবে লুকিয়ে দোকানে ঢুকছে এটি।
‘কেউ হয়তো ভাবতে পারেন আমি মজা করছি, কিন্তু আশ্চর্যজনক হলেও একটা গাঙচিলের কারণে আমার স্টকে টান পড়ে গেছে।’ বিবিসিকে বলেন দোকানটির ম্যানেজার স্টুয়ার্ট হারমার।
হারমার জানান, গত দুই মাসে ত্রিশটির মতো চিপসের প্যাকেট নিয়ে চম্পট দিতে সফল হয়েছে পাখিটি। দরজা খোলা পেলেই এটি ভেতরে ঢুকে পড়ে। পাখিটিকে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকতে হয় দোকানের কর্মচারীদের।
‘দরজা বন্ধ থাকলে ঠোঁট দিয়ে ধাক্কা মেরে খোলার চেষ্টা করে সে।’ বলেন হারমার।
দোকানের কর্মচারীরা বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় ক্রেতাদের উদ্দেশ্য সতর্কবার্তা টাঙিয়েছেন। সেখানে লেখা, ‘আমাদের আবাসিক চোরকে দূরে রাখতে আপনার পেছনের দরজা বন্ধ রাখুন।’
হারমার বলেছেন যে পাখিটি বারবিকিউ বিফ ফ্ল্যাভারের চিপসের প্রতি বেশি আগ্রহ দেখানোতে শেলফে পরীক্ষামূলকভাবে মসলাদার চিপস রেখে দেখেছেন এগুলোর বদলে। আশা করেছিলেন এতে গাঙচিলটি নিরুৎসাহিত হবে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। যে চিপস পেয়েছে সামনে সেটাই চুরি করেছে ধূর্ত পাখিটি।
একটি পাখি দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করে নিয়ে যায় শুনলে নিশ্চয়ই অবাক হবেন। আর যখন জানবেন এটি এ কাজ করছে ছয় বছর ধরে তখন নিশ্চয় চোপ কপালে উঠবে। কিন্তু সত্যি এমন কাণ্ড করে আসছে একটি গাঙচিল। তার একটি আলুর চিপস চুরির ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়লে রীতিমতো বিখ্যাত হয়ে গেছে পাখিটি।
পাখিটির এই কাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বেশ আনন্দ দিলেও যে দোকান থেকে চিপস চুরি করছে সে তার কর্মচারীরা মোটেই আনন্দে নেই।
ইংল্যান্ডের ডোরসেটের ওয়াইক রিজেসের সেন্ট্রাল স্টোর নামের একটি দোকানের কর্মচারীরা জানান, গাঙচিলটির নাম দিয়েছেন তাঁরা স্টিভেন। ছয় বছর ধরে চিপসের প্যাকেট চুরি করতে এভাবে লুকিয়ে দোকানে ঢুকছে এটি।
‘কেউ হয়তো ভাবতে পারেন আমি মজা করছি, কিন্তু আশ্চর্যজনক হলেও একটা গাঙচিলের কারণে আমার স্টকে টান পড়ে গেছে।’ বিবিসিকে বলেন দোকানটির ম্যানেজার স্টুয়ার্ট হারমার।
হারমার জানান, গত দুই মাসে ত্রিশটির মতো চিপসের প্যাকেট নিয়ে চম্পট দিতে সফল হয়েছে পাখিটি। দরজা খোলা পেলেই এটি ভেতরে ঢুকে পড়ে। পাখিটিকে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকতে হয় দোকানের কর্মচারীদের।
‘দরজা বন্ধ থাকলে ঠোঁট দিয়ে ধাক্কা মেরে খোলার চেষ্টা করে সে।’ বলেন হারমার।
দোকানের কর্মচারীরা বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় ক্রেতাদের উদ্দেশ্য সতর্কবার্তা টাঙিয়েছেন। সেখানে লেখা, ‘আমাদের আবাসিক চোরকে দূরে রাখতে আপনার পেছনের দরজা বন্ধ রাখুন।’
হারমার বলেছেন যে পাখিটি বারবিকিউ বিফ ফ্ল্যাভারের চিপসের প্রতি বেশি আগ্রহ দেখানোতে শেলফে পরীক্ষামূলকভাবে মসলাদার চিপস রেখে দেখেছেন এগুলোর বদলে। আশা করেছিলেন এতে গাঙচিলটি নিরুৎসাহিত হবে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। যে চিপস পেয়েছে সামনে সেটাই চুরি করেছে ধূর্ত পাখিটি।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে