অতিরিক্ত কৌতূহল কখনো কখনো বিপদের কারণ হতে পারে। কথাটি শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর বেলাতেই খাটতে পারে। ওয়েলসের তিনটা ভেড়ার বাচ্চার কথাই ধরুন। ঘুরতে ঘুরতে কালভার্টের এক সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে তারা। কোনোভাবেই আর বেরোতে পারছিল না।
দুই-চার ঘণ্টা নয় এভাবে দুই থেকে তিন দিন আটকা ছিল এরা। শেষ পর্যন্ত অবশ্য উদ্ধার পায় প্রাণী তিনটি।
ওয়েলসের কামার্দেনশায়ারের সান্তোবেরির একটি রাস্তার নিচ দিয়ে যাওয়া ছোট্ট একটা সুড়ঙ্গের চার মিটার (১৩ ফুট) গভীরে আটকা পড়েছিল ভেড়াগুলো। সৌভাগ্যক্রমে বিষয়টি জানতে পেরে গত শনিবার সান্তোবেরি ফায়ার স্টেশনের কর্মীরা এদের উদ্ধার করতে সক্ষম হয়।
তবে কাজটা মোটেই সহজ ছিল না। কৃষকদের সহায়তায় উদ্ধার কাজে ব্যবহৃত লম্বা দণ্ড ব্যবহার করে তিন ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় তিনটি ভেড়ার বাচ্চাকেই মুক্ত করতে সক্ষম হন তারা।
এই সুড়ঙ্গ দিয়ে ময়লা পানি প্রবাহিত হয়। এটার কোনো কোনো অংশ একেবারেই সরু। এমনই একটি জায়গায় ঢুকে পড়ার পর আর বেরোবার পথ খুঁজে পাচ্ছিল না ভেড়ার বাচ্চাগুলো। এদিকে এদের উদ্ধার করতে ভেতরে ঢুকলে নিজেরাই সরু জায়গাটিতে আটকা পড়ার আশঙ্কা ছিল ফায়ার স্টেশনের কর্মীদের। শেষ পর্যন্ত বিশেষ ধরনের পোল ব্যবহার করা হয় এগুলোকে বের করে আনার জন্য।
উল্লেখ্য, মিড অ্যান্ড ওয়েস্ট ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের পন্টারডাও, কামার্দেন, মাফেনশেফ, হায়াদার ফায়ার স্টেশনে পশু উদ্ধারে প্রশিক্ষিত দল আছে। উন্নত মানের সব সাজ-সরঞ্জাম থাকায় তাদের জন্য আটকা পড়া বিভিন্ন প্রাণী উদ্ধার করা তুলনামূলক সহজ।
অতিরিক্ত কৌতূহল কখনো কখনো বিপদের কারণ হতে পারে। কথাটি শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর বেলাতেই খাটতে পারে। ওয়েলসের তিনটা ভেড়ার বাচ্চার কথাই ধরুন। ঘুরতে ঘুরতে কালভার্টের এক সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে তারা। কোনোভাবেই আর বেরোতে পারছিল না।
দুই-চার ঘণ্টা নয় এভাবে দুই থেকে তিন দিন আটকা ছিল এরা। শেষ পর্যন্ত অবশ্য উদ্ধার পায় প্রাণী তিনটি।
ওয়েলসের কামার্দেনশায়ারের সান্তোবেরির একটি রাস্তার নিচ দিয়ে যাওয়া ছোট্ট একটা সুড়ঙ্গের চার মিটার (১৩ ফুট) গভীরে আটকা পড়েছিল ভেড়াগুলো। সৌভাগ্যক্রমে বিষয়টি জানতে পেরে গত শনিবার সান্তোবেরি ফায়ার স্টেশনের কর্মীরা এদের উদ্ধার করতে সক্ষম হয়।
তবে কাজটা মোটেই সহজ ছিল না। কৃষকদের সহায়তায় উদ্ধার কাজে ব্যবহৃত লম্বা দণ্ড ব্যবহার করে তিন ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় তিনটি ভেড়ার বাচ্চাকেই মুক্ত করতে সক্ষম হন তারা।
এই সুড়ঙ্গ দিয়ে ময়লা পানি প্রবাহিত হয়। এটার কোনো কোনো অংশ একেবারেই সরু। এমনই একটি জায়গায় ঢুকে পড়ার পর আর বেরোবার পথ খুঁজে পাচ্ছিল না ভেড়ার বাচ্চাগুলো। এদিকে এদের উদ্ধার করতে ভেতরে ঢুকলে নিজেরাই সরু জায়গাটিতে আটকা পড়ার আশঙ্কা ছিল ফায়ার স্টেশনের কর্মীদের। শেষ পর্যন্ত বিশেষ ধরনের পোল ব্যবহার করা হয় এগুলোকে বের করে আনার জন্য।
উল্লেখ্য, মিড অ্যান্ড ওয়েস্ট ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের পন্টারডাও, কামার্দেন, মাফেনশেফ, হায়াদার ফায়ার স্টেশনে পশু উদ্ধারে প্রশিক্ষিত দল আছে। উন্নত মানের সব সাজ-সরঞ্জাম থাকায় তাদের জন্য আটকা পড়া বিভিন্ন প্রাণী উদ্ধার করা তুলনামূলক সহজ।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে