কখনো কখনো হঠাৎ এমন বিচিত্র সমস্যার মুখোমুখি হতে হয়, যা কল্পনায়ও ছিল না কারও। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের দুটি পরিবারের বেলায় এমনটাই হয়েছে। সার পরিবহন করা একটি ট্রাক উল্টে এর ভেতরের তরল মল ছড়িয়ে পড়ে আশপাশের দুটি বাড়িতে। বুঝতেই পারছেন কী দুর্গন্ধময় এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেখানকার বাসিন্দারা।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায়। কানেকটিকাটের পোমফ্রেটের ডিয়ারফিল্ড রোড ও বেম্যান রোডের সংযোগ যেখানে, তার পাশেই অ্যান বেডার্ডের বাড়ি। এই নারী জানান, হঠাৎ বাইরে বিকট একটা শব্দ শুনে ঘটনাটি জানার জন্য ছুটে যান তিনি। বেডার্ড আবিষ্কার করেন যে একটি সারের ট্রাক উল্টে তাঁর প্রতিবেশীর গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে তাঁদের উঠান, প্রতিবেশীর উঠান এবং বাড়ি দুটিতে ছড়িয়ে পড়েছে সার হিসেবে গাড়িতে বহন করা তরল বিষ্ঠা বা মল।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘এটি আক্ষরিক অর্থে বাদামি জলপ্রপাতের মতো ছিল।’ বেডার্ড ডব্লিউভিআইটি-টিভিকে বলেন, ‘হঠাৎ আমরা দেখি ট্রাক থেকে তরল ময়লা বেরিয়ে আসছে। এটি আমাদের সবকিছু প্লাবিত করে ফেলে।’
এম প্রভোস্ট নামের একটি প্রতিষ্ঠানের ওই ট্রাকটি। এর মালিকদের একজন দেরি না করে কর্মিবাহিনী নিয়ে হাজির হন পরিস্থিতি সামাল দিতে। অবশ্য এক দিনে এখানকার মল পরিষ্কার করা সম্ভব হয়নি। পরদিনও হাজির হতে হয় তাঁদের।
পোমফের্ট ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ব্রেট শেল্ডন বলেন, মঙ্গলবার সন্ধ্যার ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে ট্রাকের চালক সামান্য আহত হওয়া ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি এতে।
কখনো কখনো হঠাৎ এমন বিচিত্র সমস্যার মুখোমুখি হতে হয়, যা কল্পনায়ও ছিল না কারও। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের দুটি পরিবারের বেলায় এমনটাই হয়েছে। সার পরিবহন করা একটি ট্রাক উল্টে এর ভেতরের তরল মল ছড়িয়ে পড়ে আশপাশের দুটি বাড়িতে। বুঝতেই পারছেন কী দুর্গন্ধময় এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেখানকার বাসিন্দারা।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায়। কানেকটিকাটের পোমফ্রেটের ডিয়ারফিল্ড রোড ও বেম্যান রোডের সংযোগ যেখানে, তার পাশেই অ্যান বেডার্ডের বাড়ি। এই নারী জানান, হঠাৎ বাইরে বিকট একটা শব্দ শুনে ঘটনাটি জানার জন্য ছুটে যান তিনি। বেডার্ড আবিষ্কার করেন যে একটি সারের ট্রাক উল্টে তাঁর প্রতিবেশীর গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে তাঁদের উঠান, প্রতিবেশীর উঠান এবং বাড়ি দুটিতে ছড়িয়ে পড়েছে সার হিসেবে গাড়িতে বহন করা তরল বিষ্ঠা বা মল।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘এটি আক্ষরিক অর্থে বাদামি জলপ্রপাতের মতো ছিল।’ বেডার্ড ডব্লিউভিআইটি-টিভিকে বলেন, ‘হঠাৎ আমরা দেখি ট্রাক থেকে তরল ময়লা বেরিয়ে আসছে। এটি আমাদের সবকিছু প্লাবিত করে ফেলে।’
এম প্রভোস্ট নামের একটি প্রতিষ্ঠানের ওই ট্রাকটি। এর মালিকদের একজন দেরি না করে কর্মিবাহিনী নিয়ে হাজির হন পরিস্থিতি সামাল দিতে। অবশ্য এক দিনে এখানকার মল পরিষ্কার করা সম্ভব হয়নি। পরদিনও হাজির হতে হয় তাঁদের।
পোমফের্ট ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ব্রেট শেল্ডন বলেন, মঙ্গলবার সন্ধ্যার ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে ট্রাকের চালক সামান্য আহত হওয়া ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি এতে।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
৮ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
১০ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৬ দিন আগে