কখনো কখনো হঠাৎ এমন বিচিত্র সমস্যার মুখোমুখি হতে হয়, যা কল্পনায়ও ছিল না কারও। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের দুটি পরিবারের বেলায় এমনটাই হয়েছে। সার পরিবহন করা একটি ট্রাক উল্টে এর ভেতরের তরল মল ছড়িয়ে পড়ে আশপাশের দুটি বাড়িতে। বুঝতেই পারছেন কী দুর্গন্ধময় এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেখানকার বাসিন্দারা।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায়। কানেকটিকাটের পোমফ্রেটের ডিয়ারফিল্ড রোড ও বেম্যান রোডের সংযোগ যেখানে, তার পাশেই অ্যান বেডার্ডের বাড়ি। এই নারী জানান, হঠাৎ বাইরে বিকট একটা শব্দ শুনে ঘটনাটি জানার জন্য ছুটে যান তিনি। বেডার্ড আবিষ্কার করেন যে একটি সারের ট্রাক উল্টে তাঁর প্রতিবেশীর গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে তাঁদের উঠান, প্রতিবেশীর উঠান এবং বাড়ি দুটিতে ছড়িয়ে পড়েছে সার হিসেবে গাড়িতে বহন করা তরল বিষ্ঠা বা মল।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘এটি আক্ষরিক অর্থে বাদামি জলপ্রপাতের মতো ছিল।’ বেডার্ড ডব্লিউভিআইটি-টিভিকে বলেন, ‘হঠাৎ আমরা দেখি ট্রাক থেকে তরল ময়লা বেরিয়ে আসছে। এটি আমাদের সবকিছু প্লাবিত করে ফেলে।’
এম প্রভোস্ট নামের একটি প্রতিষ্ঠানের ওই ট্রাকটি। এর মালিকদের একজন দেরি না করে কর্মিবাহিনী নিয়ে হাজির হন পরিস্থিতি সামাল দিতে। অবশ্য এক দিনে এখানকার মল পরিষ্কার করা সম্ভব হয়নি। পরদিনও হাজির হতে হয় তাঁদের।
পোমফের্ট ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ব্রেট শেল্ডন বলেন, মঙ্গলবার সন্ধ্যার ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে ট্রাকের চালক সামান্য আহত হওয়া ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি এতে।
কখনো কখনো হঠাৎ এমন বিচিত্র সমস্যার মুখোমুখি হতে হয়, যা কল্পনায়ও ছিল না কারও। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের দুটি পরিবারের বেলায় এমনটাই হয়েছে। সার পরিবহন করা একটি ট্রাক উল্টে এর ভেতরের তরল মল ছড়িয়ে পড়ে আশপাশের দুটি বাড়িতে। বুঝতেই পারছেন কী দুর্গন্ধময় এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেখানকার বাসিন্দারা।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায়। কানেকটিকাটের পোমফ্রেটের ডিয়ারফিল্ড রোড ও বেম্যান রোডের সংযোগ যেখানে, তার পাশেই অ্যান বেডার্ডের বাড়ি। এই নারী জানান, হঠাৎ বাইরে বিকট একটা শব্দ শুনে ঘটনাটি জানার জন্য ছুটে যান তিনি। বেডার্ড আবিষ্কার করেন যে একটি সারের ট্রাক উল্টে তাঁর প্রতিবেশীর গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে তাঁদের উঠান, প্রতিবেশীর উঠান এবং বাড়ি দুটিতে ছড়িয়ে পড়েছে সার হিসেবে গাড়িতে বহন করা তরল বিষ্ঠা বা মল।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘এটি আক্ষরিক অর্থে বাদামি জলপ্রপাতের মতো ছিল।’ বেডার্ড ডব্লিউভিআইটি-টিভিকে বলেন, ‘হঠাৎ আমরা দেখি ট্রাক থেকে তরল ময়লা বেরিয়ে আসছে। এটি আমাদের সবকিছু প্লাবিত করে ফেলে।’
এম প্রভোস্ট নামের একটি প্রতিষ্ঠানের ওই ট্রাকটি। এর মালিকদের একজন দেরি না করে কর্মিবাহিনী নিয়ে হাজির হন পরিস্থিতি সামাল দিতে। অবশ্য এক দিনে এখানকার মল পরিষ্কার করা সম্ভব হয়নি। পরদিনও হাজির হতে হয় তাঁদের।
পোমফের্ট ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ব্রেট শেল্ডন বলেন, মঙ্গলবার সন্ধ্যার ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে ট্রাকের চালক সামান্য আহত হওয়া ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি এতে।
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
৩ দিন আগে