Ajker Patrika

নয় বছর পর মালিক খুঁজে পেলেন প্রিয় কুকুরকে

নয় বছর পর মালিক খুঁজে পেলেন প্রিয় কুকুরকে

নয় বছর আগে হারিয়ে গিয়েছিল জুডিথ মোনারেজের প্রিয় কুকুর ছানাটি। এটিকে আর ফিরে পাবেন কল্পনাও করেননি। কিন্তু অপ্রত্যাশিতভাবেই এটি ফিরে এসেছে তার কোলে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরের। 

গিজমো নামের চিহুয়াহুয়া জাতের কুকুরটি সত্যি বলতে বাড়ি থেকে পালিয়েছিল। লাস ভেগাসের দক্ষিণ-পশ্চিম উপত্যকায় অবস্থিত জুডিথ মোনারেজের বাড়ি থেকে যখন পালায় তখন ওটা ছিল একেবারেই কম বয়স্ক একটি শাবক। এর শরীরে আটকানো মাইক্রোচিপের সাহায্যে খুঁজে পাওয়া যায় কুকুরটিকে।

জুডিথ অপ্রত্যাশিত এক ইমেইলে কুকুরটিকে খুঁজে পাওয়ার সংবাদ পান। দ্রুত লাস ভেগাস ও পাশের শহর হেন্ডারসনের অ্যানিমেল ইমার্জেন্সি সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। সেখানকার পশু চিকিৎসকেরা তাঁর প্রাণীটি পাওয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।

এবার বরং নয় বছর আগের সেই ঘটনায় ফিরে যাওয়া যাক। মোনারেজের বাড়ির পেছনের উঠোন থেকে সেদিন গিজমোসহ দুটি কুকুর চম্পট দেয়। একজন প্রতিবেশী বাকি দুটি কুকুরকে পেয়ে ফিরিয়ে দিলেও জানান, একজন মানুষকে গিজমোকে তুলে নিয়ে যেতে দেখেছেন। মোনারেজ অবশ্য প্রিয় কুকুর ছানাটিকে খুঁজে পেতে চেষ্টা কম চালাননি। এমনকি একটি ফেসবুক গ্রুপেরও সাহায্য নিয়েছিলেন। কিন্তু একের পর এক বছর পেরোতে লাগল, কিন্তু গিজমোর নাম-নিশানাই পাওয়া গেল না।

তবে সবকিছু পাল্টে গেল গত সপ্তাহে। জরুরি সেবায় নিয়োজিত একজন পশু চিকিৎসক কুকুরটির মাইক্রোচিপ স্ক্যান করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পান। আর এর ফলাফল হিসেবেই নয় বছর পর প্রিয় চিহুয়াহুয়া কুকুরটির সঙ্গে আবারও দেখা হয় মোনারেজের।

‘তাঁরা জানান, সামারিটান জাতি-গোষ্ঠীর এক নারী কুকুরটিতে রেখে গিয়েছেন।’ বলেন মোনারেজ।

ওই নারীটি অসুস্থ কুকুরটিকে খুঁজে পেয়ে পশু চিকিৎসকের কাছে নিয়ে আসেন। পরে তিনি এটাকে ফিরিয়ে নিতে চেয়েছিলেন। তারপরই তাঁরা নারীটিকে জানান, কুকুরটিকে তিনি নিতে পারবেন না। কারণ এর শরীরে একটি মাইক্রোচিপ আছে। ওটা স্ক্যান করা হয়েছে। এর মালিককে খুঁজে বের করা হচ্ছে।

পশুচিকিৎসকেরা মোনারেজক জানান, তাঁকে খুঁজে পেতে দুই মাস সময় লেগেছে তাঁদের।

এদিকে গিজমো, যার বয়স এখন ১১ বছর, তার মালিকের সেবা-যত্নে দ্রুতই সুস্থ হয়ে উঠছে। মোনারেজ জানিয়েছেন কুকুরটির কিছু স্বাস্থ্যগত সমস্যা আছে। এর চিকিৎসার খরচ মেটাবার জন্য, ‘গোফান্ডমি’র মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত