ম্যাচ শেষ হতেই জেরার্ড পিকে টুইট করেছেন, ‘আমরা ফিরে এসেছি’। পিকে কিসের ‘ফেরা’ বোঝাচ্ছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। ধ্রুপদি লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে নিয়ে গত রাতে স্রেফ খেলেছে বার্সেলোনা। বার্নাব্যুর এল ক্লাসিকোতে রিয়ালকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সা।
ম্যাচজুড়ে বার্সা যে দাপট দেখিয়েছে, ব্যবধান আরও বড় হতেই পারত। জার্ভি হার্নান্দেজের অধীনে গত একটা মৌসুমে নানা কারণে মলিন হয়ে পড়া গৌরবটা পুনরুদ্ধারে নেমেছে বার্সা। কাতালান জায়ান্ট সেটির বড় ফল পেয়েছে গত রাতে রিয়ালকে উড়িয়ে। পিকে তাই বলছেন, ‘আমরা ফিরে এসেছি।’
রিয়াল নেমেছিল দুর্দান্ত ছন্দে থাকা করিম বেনজেমাকে ছাড়াই, চোটে পড়ে মাঠের বাইরে ফরাসি স্ট্রাইকার। আক্রমণে কিছুটা দুর্বল হয়ে পড়া কার্লো আনচেলত্তির দল তাই বলে ম্যাচের শুরু থেকে ঘরের মাঠে এভাবে কোণঠাসা হয়ে থাকবে, সেটি পাঁড় বার্সা সমর্থকেরাও হয়তো ভাবেননি। ভাববেন কীভাবে? ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকা রিয়ালের শিরোপায় চোখ আরও আগে থেকেই। দারুণ ছন্দে থাকা আনচেলত্তির দলকে নিয়ে এমন খেললেন জাভি, তাতে রিয়ালের কৌশল নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। অবামেয়াং-দেম্বেলে-ফেরান-পেদ্রিদের আক্রমণ ঠেকাতেই অস্থির ছিল রিয়ালের রক্ষণ।
২৯ মিনিটে অবামেয়াংয়ের গোলে শুরু, ৩৮ মিনিটে রোনালদ আরাউহোর হেডে ব্যবধান দ্বিগুণ করে ফেলে বার্সা। বিরতির পর ৪৭ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলার পরও অবিশ্বাস্য চোখে বার্নাব্যু ভর্তি স্বাগতিক দর্শকেরা অপেক্ষায় ছিলেন এক অলৌকিক প্রত্যাবর্তনের। সেটি আর হবে কী, ৫৩ মিনিটে অবামেয়াংয়ের দ্বিতীয় গোলে রিয়াল সমর্থকেরা বুঝে যায়, এ রাতটা বার্সার আগ্রাসনের রাত, চেয়ে দেখা ছাড়া উপায় নেই! অথচ কী অদ্ভুত, টিভির স্কোরলাইনের পাশে লেখা ছিল, ‘আগ্রাসন বন্ধ কর।’
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদেই হয়তো এমন বার্তা। কিন্তু ঘরের মাঠে যে আরেক ‘আগ্রাসন’ দেখতে হবে, তা কি আর রিয়াল সমর্থকেরা ভেবেছিলেন! বার্সা সমর্থকেদের অবশ্য রিয়ালের দুঃখ দেখতে বয়েই গেছে। কত দিন পর তাঁরা এমন স্বপ্নের এক রজনী পেলেন। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট তালিকার হিসাবেও অনেক কাজে এসেছে বার্সার। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে জাভির দল, সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার স্বপ্ন আরও উজ্জ্বল হয়েছে তাদের।
ম্যাচ শেষ হতেই জেরার্ড পিকে টুইট করেছেন, ‘আমরা ফিরে এসেছি’। পিকে কিসের ‘ফেরা’ বোঝাচ্ছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। ধ্রুপদি লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে নিয়ে গত রাতে স্রেফ খেলেছে বার্সেলোনা। বার্নাব্যুর এল ক্লাসিকোতে রিয়ালকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সা।
ম্যাচজুড়ে বার্সা যে দাপট দেখিয়েছে, ব্যবধান আরও বড় হতেই পারত। জার্ভি হার্নান্দেজের অধীনে গত একটা মৌসুমে নানা কারণে মলিন হয়ে পড়া গৌরবটা পুনরুদ্ধারে নেমেছে বার্সা। কাতালান জায়ান্ট সেটির বড় ফল পেয়েছে গত রাতে রিয়ালকে উড়িয়ে। পিকে তাই বলছেন, ‘আমরা ফিরে এসেছি।’
রিয়াল নেমেছিল দুর্দান্ত ছন্দে থাকা করিম বেনজেমাকে ছাড়াই, চোটে পড়ে মাঠের বাইরে ফরাসি স্ট্রাইকার। আক্রমণে কিছুটা দুর্বল হয়ে পড়া কার্লো আনচেলত্তির দল তাই বলে ম্যাচের শুরু থেকে ঘরের মাঠে এভাবে কোণঠাসা হয়ে থাকবে, সেটি পাঁড় বার্সা সমর্থকেরাও হয়তো ভাবেননি। ভাববেন কীভাবে? ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকা রিয়ালের শিরোপায় চোখ আরও আগে থেকেই। দারুণ ছন্দে থাকা আনচেলত্তির দলকে নিয়ে এমন খেললেন জাভি, তাতে রিয়ালের কৌশল নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। অবামেয়াং-দেম্বেলে-ফেরান-পেদ্রিদের আক্রমণ ঠেকাতেই অস্থির ছিল রিয়ালের রক্ষণ।
২৯ মিনিটে অবামেয়াংয়ের গোলে শুরু, ৩৮ মিনিটে রোনালদ আরাউহোর হেডে ব্যবধান দ্বিগুণ করে ফেলে বার্সা। বিরতির পর ৪৭ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলার পরও অবিশ্বাস্য চোখে বার্নাব্যু ভর্তি স্বাগতিক দর্শকেরা অপেক্ষায় ছিলেন এক অলৌকিক প্রত্যাবর্তনের। সেটি আর হবে কী, ৫৩ মিনিটে অবামেয়াংয়ের দ্বিতীয় গোলে রিয়াল সমর্থকেরা বুঝে যায়, এ রাতটা বার্সার আগ্রাসনের রাত, চেয়ে দেখা ছাড়া উপায় নেই! অথচ কী অদ্ভুত, টিভির স্কোরলাইনের পাশে লেখা ছিল, ‘আগ্রাসন বন্ধ কর।’
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদেই হয়তো এমন বার্তা। কিন্তু ঘরের মাঠে যে আরেক ‘আগ্রাসন’ দেখতে হবে, তা কি আর রিয়াল সমর্থকেরা ভেবেছিলেন! বার্সা সমর্থকেদের অবশ্য রিয়ালের দুঃখ দেখতে বয়েই গেছে। কত দিন পর তাঁরা এমন স্বপ্নের এক রজনী পেলেন। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট তালিকার হিসাবেও অনেক কাজে এসেছে বার্সার। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে জাভির দল, সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার স্বপ্ন আরও উজ্জ্বল হয়েছে তাদের।
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
৮ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
১১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
১৩ ঘণ্টা আগে