নাপোলি, গালাতাসারাই হয়ে জার্মান ক্লাব আইনট্র্যাখট ফ্রাংকফুর্ট—এই তিনটা দলের একটা মিল আছে। কেমন? তিনটা দলের সঙ্গেই ইউরোপা লিগের প্রথম লেগে ড্র করেছে বার্সেলোনা। পার্থক্য হচ্ছে, প্রথম দুই দলের সঙ্গে নিজেদের মাঠে ড্র হয়েছিল কাতালানদের। শেষটা হলো গতকাল, জার্মানিতে গিয়ে ১-১ গোলের ড্র। এবং দশজনের দলের বিপক্ষে!
তবে জার্মানিতে বার্সার সাম্প্রতিক যে ইতিহাস, তাতে এই এক গোলের ড্রটাকেও বড় মনে হতে পারে। জার্মানিতে এসে শেষ তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে দলটা। এই তিন ম্যাচে গোল হজম করেছে ১৪টি। অবশ্য সবগুলো ম্যাচেই বার্সার প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ।
ইউরোপা লিগে খেলতে হচ্ছে বলে নিজেরা যে নড়বড়ে কোনো দল নয়, সেটা বার্সাকে ভালোই বুঝিয়েছে ফ্রাংকফুর্ট। যদিও বুন্দেসলিগার নবম স্থানে আছে, নিজেদের মাঠে বার্সাকে গতকাল ভালো পরীক্ষার মাঝেই রেখেছিল জার্মান দলটা। এর মাঝে আবার ২৩ মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে।
রক্ষণে নড়বড়ে বার্সার বিপক্ষে ফ্রাংকফুর্ট লিড নেয় ৪৮ মিনিটে। তরুণ আনসগার কানাউফের বক্সের মুখ থেকে নেওয়া শট ঠেকানোর কোনো রাস্তা ছিল না বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানের। এই গোলের পর বার্সার রক্ষণে বাড়তে থাকে আরও চাপ।
মাটি কামড়ে রক্ষণ সামলে বার্সা সমতায় ফেরে তোরেসের গোলে। বদলি দুই ফুটবলার ফ্রেংকি ডি ইয়ং ও উসমানে দেম্বেলের পা ঘুরে ৬৬ মিনিটে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। আর তাতেই ছন্দপতন ফ্রাংকফুর্টের। পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার তুতা। শেষ ১২ মিনিটে ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে ফ্রাংকফুর্টের। এই সময়টাতে কিছুতেই প্রতিপক্ষের প্রতিরক্ষা দেয়াল ভাঙতে পারেনি বার্সা। সেমিতে ওঠার নিষ্পত্তি এখন আগামী বৃহস্পতিবার নিজ মাঠে করতে হবে জাভির দলকে।
নাপোলি, গালাতাসারাই হয়ে জার্মান ক্লাব আইনট্র্যাখট ফ্রাংকফুর্ট—এই তিনটা দলের একটা মিল আছে। কেমন? তিনটা দলের সঙ্গেই ইউরোপা লিগের প্রথম লেগে ড্র করেছে বার্সেলোনা। পার্থক্য হচ্ছে, প্রথম দুই দলের সঙ্গে নিজেদের মাঠে ড্র হয়েছিল কাতালানদের। শেষটা হলো গতকাল, জার্মানিতে গিয়ে ১-১ গোলের ড্র। এবং দশজনের দলের বিপক্ষে!
তবে জার্মানিতে বার্সার সাম্প্রতিক যে ইতিহাস, তাতে এই এক গোলের ড্রটাকেও বড় মনে হতে পারে। জার্মানিতে এসে শেষ তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে দলটা। এই তিন ম্যাচে গোল হজম করেছে ১৪টি। অবশ্য সবগুলো ম্যাচেই বার্সার প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ।
ইউরোপা লিগে খেলতে হচ্ছে বলে নিজেরা যে নড়বড়ে কোনো দল নয়, সেটা বার্সাকে ভালোই বুঝিয়েছে ফ্রাংকফুর্ট। যদিও বুন্দেসলিগার নবম স্থানে আছে, নিজেদের মাঠে বার্সাকে গতকাল ভালো পরীক্ষার মাঝেই রেখেছিল জার্মান দলটা। এর মাঝে আবার ২৩ মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে।
রক্ষণে নড়বড়ে বার্সার বিপক্ষে ফ্রাংকফুর্ট লিড নেয় ৪৮ মিনিটে। তরুণ আনসগার কানাউফের বক্সের মুখ থেকে নেওয়া শট ঠেকানোর কোনো রাস্তা ছিল না বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানের। এই গোলের পর বার্সার রক্ষণে বাড়তে থাকে আরও চাপ।
মাটি কামড়ে রক্ষণ সামলে বার্সা সমতায় ফেরে তোরেসের গোলে। বদলি দুই ফুটবলার ফ্রেংকি ডি ইয়ং ও উসমানে দেম্বেলের পা ঘুরে ৬৬ মিনিটে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। আর তাতেই ছন্দপতন ফ্রাংকফুর্টের। পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার তুতা। শেষ ১২ মিনিটে ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে ফ্রাংকফুর্টের। এই সময়টাতে কিছুতেই প্রতিপক্ষের প্রতিরক্ষা দেয়াল ভাঙতে পারেনি বার্সা। সেমিতে ওঠার নিষ্পত্তি এখন আগামী বৃহস্পতিবার নিজ মাঠে করতে হবে জাভির দলকে।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৩ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৪ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৪ ঘণ্টা আগে