২০ হাজার হেক্টর ফসলের ক্ষতি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে চলতি মৌসুমে ফরিদপুর ও বাগেরহাটে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মুড়িকাটা পেঁয়াজের খেত এখন বৃষ্টির পানিতে নিমজ্জিত। কৃষি বিভাগ বলছে, প্রাথমিক তথ্যমতে ফরিদপুরে চলতি মৌসুমের ২০ হাজার হেক্টর ও বাগেরহাটে ৭৩৭ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে।