Ajker Patrika

সাগরে ধরা পড়ল ১৫০ কেজির গোলপাতা মাছ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৯
সাগরে ধরা পড়ল ১৫০ কেজির গোলপাতা মাছ

সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ১৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ ধরা পড়েছে। গতকাল শনিবার সকালে বাগেরহাট শহরের কেবি বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে উন্মুক্ত ডাকে (নিলাম) ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে। এ সময় মাছটিকে দেখতে ভিড় করেন স্থানীয়রা। জাহিদ শেখ নামের এক মাছ ব্যবসায়ী মাছটিকে কেনেন।

বৈজ্ঞানিকভাবে মাছটির নাম সেইল ফিশ। প্রায়ই এই প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় মাছ খুব বেশি একটা পাওয়া যায় না বলে দাবি জেলেদের।

জেলেরা জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় গত বৃহস্পতিবার মাছটি ধরা পড়ে। মাঝে মাঝেই এই প্রজাতির মাছ ধরা পড়লেও তাঁদের জালে এই প্রথম এত বড় মাছ উঠেছে।

স্থানীয় কালাম শেখ বলেন, কেবি বাজারে সব সময় এত বড় মাছ দেখা যায় না। সকালে জেলেরা ট্রলার থেকে মাছটি নিয়ে আসছে শুনে দেখতে এসেছেন।

মানিক শেখ বলেন, তিনি এত বড় গোলপাতা মাছ কখনো দেখেননি। সকালে মাছটি নিলামে ওঠানো হলে মাছটি দেখতে আসেন।

মাছের ক্রেতা জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে তিনি কেনার চেষ্টা করেন। সকালে কেবি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি ওঠানো হলে ডাকের মাধ্যমে ১৩ হাজার টাকা মাছটি কিনে নেন। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে ২০০ টাকা কেজি দরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করবেন। সুস্বাদু মাছ হিসেবে স্থানীয় বাজারে মাছটির সুনাম রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত