Ajker Patrika

মাধ্যমিকের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৪
মাধ্যমিকের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

বাগেরহাটে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট সদর হাসপাতালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ।

এ সময় বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বখসি, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. মিরাজুল করিমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন বাগেরহাট সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য ৫০ হাজার ফাইজারের টিকা মজুত রয়েছে বাগেরহাট স্বাস্থ্য বিভাগে। টিকা মজুত পর্যন্ত এই টিকা দেওয়া চলবে।

এর আগে সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা টিকা নেওয়ার জন্য বাগেরহাট সদর হাসপাতাল চত্বরে ভিড় করে। প্রথম দিনে টিকা পেয়ে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। দিয়ানা, তাহসিন মেহেজাবিন রীথি, ইমনসহ কয়েকজন শিক্ষার্থী বলে, টিকা নেওয়ার পরে তাদের কোনো সমস্যা হয়নি। এখন তাঁরা নির্ভয়ে স্কুলে যেতে পারবে।

শুধু শিক্ষার্থী নয়, টিকাদান কার্যক্রমে উচ্ছ্বসিত অভিভাবকরাও। তাঁরা বলেন, তাঁরা টিকা নিয়েছেন। বাচ্চাদেরও টিকা দেওয়া হল, এখন পরিবারের সকলে মিলে করোনা থেকে সুরক্ষিত থাকতে পারবেন।

শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করতে প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করতে বিদ্যালয় পরিচালনা কমিটিকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষার্থীদের নিয়ে টিকাকেন্দ্রে আসবেন।

বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে টিকা দিতে পারে এ জন্য তাঁরা সব ধরনের ব্যবস্থা করেছেন। অপেক্ষার জন্য শেড ও পানির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের টিকাদান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের চেষ্টা করছেন।

সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, ১২ থেকে ১৭ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য তাঁরা ফাইজারের ৫০ হাজার টিকা পেয়েছেন। টিকাদান শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে টিকাদান সম্পন্ন করতে পারবেন আসা করেন তিনি।

সিভিল সার্জন আরও বলেন, এর আগে তাঁরা প্রায় ১২ হাজার এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়েছে। সব শ্রেণি-পেশার মানুষকে টিকার আওতায় আনতে বাগেরহাট স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত