সরকার হঠাৎ পড়ে যাবে, আপনারা প্রস্তুত হন: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এ সরকার হঠাৎ পড়ে যাবে, আপনারা প্রস্তুত হন। আমাদের গণতন্ত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে।’ আজ বুধবার দুপুরে বরিশাল নগরের টাউন হলের সামনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন।