Ajker Patrika

স্বামীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৫: ১২
স্বামীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

বরিশাল নগরের পলাশপুরে শেখ ইকবাল কবির (৫৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর স্ত্রী জাফরিন আরা পপিকে (৩৪) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার পুলিশ জানায়, সোমবার রাতে পলাশপুর এলাকার বাড়ির ছাদে বসে ছিলেন ইকবাল। এ সময় পেছন থেকে ইকবালকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কোপ দেন স্ত্রী পপি। ইকবালের চিৎকার শুনে স্বজনেরা ছুটে আসেন। পরে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১টার দিকে মারা যান তিনি। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পলাশপুর এলাকার বাড়িটি পপি তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন স্বামী ইকবালকে। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবার রাতে ওই দ্বন্দ্বের জেরে বটি দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপান।

জানা গেছে, ইকবাল আগে লঞ্চে চাকরি করতেন। কয়েক বছর ধরে তিনি অসুস্থ হওয়ার পর সেই চাকরি ছেড়ে পলাশপুরে ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়ার ব্যবসা করতেন। 

নিহত কবিরের ভাতিজা মো. সোহাগ জানান, ইকবাল দুই কন্যাসন্তানের জনক ছিলেন। পারিবারিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা তাঁর। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বলেন, ঘটনার পর রাতেই ইকবাল কবিরের স্ত্রী জাফরান আরাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি উদ্ধার করা হয়েছে। ইকবালের মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত