Ajker Patrika

বিএনপির সভায় নেত্রী ও সমর্থকদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিএনপির সভায় নেত্রী ও সমর্থকদের ওপর হামলা

বরিশালে বিএনপির কর্মসূচিতে দলীয় এক নারীনেত্রীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। গতকাল রোববার নগর বিএনপির কর্মসূচিতে দলটির সদস্য আফরোজা খানম নাসরিনকে  ধাক্কা দিয়ে দলীয় প্রতিপক্ষরা মঞ্চ থেকে নামিয়ে দেয়। এ সময় তাঁর কয়েকজন অনুসারীকেও মেরে জখম করা হয়। এর আগে ১১ সেপ্টেম্বর নাসরিনকে সভার মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে নাসরিন তাঁর অনুসারীদের নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন। তিনি মঞ্চে উঠে পেছনের সারিতে গিয়ে চেয়ারে বসেন। তখন যুবদল নেতা আনিস, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক লিটুসহ কয়েকজন এসে মঞ্চ থেকে তাঁকে নেমে যেতে বলেন। এ সময় নাসরিনের সঙ্গে তাঁদের তর্কাতর্কি হয়। এ সময় নগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবকে হাত উঁচিয়ে তর্ক করতে দেখা গেছে। একপর্যায়ে ধাক্কাধাক্কি করে নাসরিনকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। নাসরিনের অনুসারীরা প্রতিরোধের চেষ্টা করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। প্রায় ১৫ মিনিটে তিন দফায় এ ঘটনা ঘটে।

আফরোজা খানম নাসরিন জানান, রোববার বেলা সাড়ে তিনটায় দলীয় কার্যালয়ের সামনে সভা চলছিল। দলের সদস্য হিসেবে সেখানে গিয়ে মঞ্চের পেছনে বসেন। হঠাৎ তাঁকে মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব মীর জাহিদুল কবির। তিনি নামতে না চাইলে যুবদল নেতা তছলিম বলেন, না নামলে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হবে। একপর্যায়ে তাঁর ওপর হামলা করেন যুবদল নেতা আনিস, বাবুসহ কয়েকজন। তাঁরা তাঁর (নাসরিন) অনুসারী লিটন সিকদার, ইলিয়াসসহ কয়েকজনকে মেরে রক্তাক্ত জখম করেছেন।

তবে অভিযুক্ত যুবদল নেতা শহিদুল হাসান আনিস বলেন, যুগ্ম আহ্বায়ক ছাড়া অন্য কাউকে মঞ্চে বসতে নিষেধ করলেও মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন তা মানেননি। তিনি মঞ্চে উঠে চেয়ারে বসেন। তাঁকে নেমে যেতে বলা হলে তাঁর অনুসারীরা অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা করে।

এ বিষয়ে জানতে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব মীর জাহিদকে ফোন দেওয়া হলে রিসিভ করেননি। তবে অনুষ্ঠানের বক্তৃতায় সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেন, বরিশাল নগর বিএনপিতে বর্তমান কমিটির বিরোধিতাকারীদের লোকজন অনুষ্ঠানের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করেছে। তাদের উদ্দেশ্য সফল হবে না।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, বিএনপি ক্ষমতাসীনদের বিরুদ্ধে লড়াই করছে। তার ওপর নিজেদের মধ্যে বিভাজন, নারীনেত্রীকে হামলা কাম্য নয়। ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন জানান, এখন পর্যন্ত স্পষ্ট কিছু তিনি জানেন না। জেনে বিষয়টি দেখবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত