Ajker Patrika

বিএনপির সমাবেশের চাপে বরিশালে ইন্টারনেট বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৪: ২৩
বিএনপির সমাবেশের চাপে বরিশালে ইন্টারনেট বিপর্যয়

বরিশাল নগরীতে ইন্টারনেট বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও এয়ারটেলের ইন্টারনেট কাজ করছে না। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইমো ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। গণসমাবেশে দায়িত্বরত সংবাদকর্মীরাও পড়েছেন বিপাকে।

বঙ্গবন্ধু উদ্যানসংলগ্ন বরিশাল জিলা স্কুলের সামনে অপেক্ষমাণ কয়েকজন সংবাদকর্মী বলেন, বঙ্গবন্ধু উদ্যান থেকে সমাবেশ প্রচার বা তথ্য সরবরাহের কোনো উপায় নেই। শত শত সংবাদকর্মী এই সমস্যায় ভুগছেন।

নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারাও জানান, তারা মোবাইল ফোনে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে পারছেন না, যে কারণে গণসমাবেশের তথ্য পাচ্ছেন না তাঁরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকেরা।

বরিশালে ব্রন্ডব্যন্ড প্রতিষ্ঠান ইউরোটেলের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাকির হোসেন আজকের প্রত্রিকাকে বলেন, ‘গণসমাবেশের কারণে বরিশাল নগরীতে জনসংখ্যা অনেক বেড়ে গেছে। এত চাপ ধারণের সক্ষমতা মোবাইল অপারেটর কোম্পানিগুলোর নেই। তাই নেটওয়ার্কে নেট সমস্যা দেখা দিয়েছে।’

তবে ব্রন্ডব্যান্ড প্রতিষ্ঠানগুলোর ইন্টারনেট সেবা স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

বরিশালে বিএনপির সমাবেশস্থলইন্টারনেট সেবার বিপর্যয়ের পেছনে সমাবেশের প্রচার চাপা দেওয়ার উদ্দেশ্য কাজ করেছে অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

হিজলা থেকে আসা বিএনপির নেতা নুরুল আলম রাজু বলেন, ‘বিএনপির গণসমাবেশে জনতার স্রোত যেন সারা বিশ্ব দেখতে না পারে, এ জন্য ইন্টারনেট বিপর্যায় ঘটানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত