Ajker Patrika

যাত্রীবাহী ৯ লঞ্চ রিজার্ভ, কাটছাঁট যাত্রীসেবায়

খান রফিক, বরিশাল
আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১১: ২০
যাত্রীবাহী ৯ লঞ্চ রিজার্ভ, কাটছাঁট যাত্রীসেবায়

রাজধানীতে যুবলীগের মহাসমাবেশে বরিশালের নেতা-কর্মীরা যোগ দেওয়ার জন্য বরিশাল-ঢাকা নৌপথের নিয়মিত যাত্রীবাহী লঞ্চ রিজার্ভ করা হয়। এতে গত বুধবার থেকে অনেকটা স্থবির হয়ে পড়ে নৌপথে যাত্রী সেবা।

জানা যায়, বরিশালে যুবলীগ দুই ভাগে বৃহস্পতিবার মধ্যরাতে পৃথকভাবে মোট ৯টি লঞ্চে ঢাকার উদ্দেশে যাওয়ার কথা। আজ শুক্রবার তাঁরা মহাসমাবেশে অংশ নেবেন বলে জানা গেছে।

লঞ্চ-সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছেন, পদ্মা সেতু চালু হওয়ায় যাত্রী কমে গেছে। তার ওপর এভাবে অধিকাংশ যাত্রীবাহী লঞ্চ রিজার্ভে গেলে যাত্রীসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। গতকাল শিডিউলের চারটি লঞ্চের মধ্যে যাওয়ার কথা কেবল দুটির।

সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে তাঁর অনুসারীরা আটটি লঞ্চে ২০ থেকে ২২ হাজার নেতা-কর্মী ঢাকায় যাওয়ার কথা। নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিসিসির প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন।

মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন জানান, নগর যুবলীগের আহ্বায়ক নিজামুল হক নিজামের নেতৃত্বে একটি যাত্রীবাহী লঞ্চ ও ১৭টি বাসে দুই হাজার নেতা-কর্মী যুবলীগের মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় গেছেন। নিজামুল হক নিজামের নেতৃত্বে যুবলীগের এই অংশটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের অনুসারী।

তাঁরা কেন পৃথকভাবে ঢাকায় গেলেন জানতে চাইলে মামুন বলেন, ‘ঢাকায় যাওয়ার প্রস্তুতি হিসেবে মহানগর যুবলীগ বর্ধিত সভা করেছে। সেখানে তাঁরা (মেয়র অনুসারী) আসেননি। যোগাযোগও করেননি।’

মেয়র অনুসারী রফিকুল ইসলাম খোকন সাংবাদিকদের বলেন, ‘মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বে মহাসমাবেশে যাচ্ছি। নেতার (মেয়র) সঙ্গে তাঁদের যোগযোগ হয়েছে কি না, জানা নেই’।

গতকাল সকালে লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, অপেক্ষায় থাকা ১০টি লঞ্চের মধ্যে ৮টিতে সাজসজ্জা করা হয়েছে। কীর্তনখোলা-১০ লঞ্চে চলছে রান্নাবান্নার ব্যাপক আয়োজন।  সেখানকার বাবুর্চি জানালেন, শুক্রবারের জন্য এ আয়োজন।

মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস জানান, মেয়রের নেতৃত্বে আটটি লঞ্চে তাঁরা ঢাকায় মহাসমাবেশে যাবেন। 
বিআইডব্লিউটিএর বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, সাধারণ যাত্রীদের নিয়ে ঢাকায়   যাচ্ছে দুটি লঞ্চ। নিয়মিত শিডিউলের অপর দুটি লঞ্চ রিজার্ভে যাচ্ছে।

বুধবারের শিডিউলের ঢাকাগামী তিনটি লঞ্চের একটিও যাত্রী পরিবহন করেনি। কারণ হিসেবে জানা গেছে, রিজার্ভ হিসেবে ওই লঞ্চগুলো ঢাকায় যাবে। বুধবার রাতে বরিশাল থেকে গেলে বৃহস্পতিবার সকালে খালি লঞ্চ বরিশালে ফিরে আসতে হতো।

কবির হোসেন জানান, বুধবার ঝালকাঠি থেকে সুন্দরবন-১২ লঞ্চ বরিশালে যাত্রী পরিবহনের ব্যবস্থা করেছেন ওই লঞ্চ কোম্পানির মালিক সাইদুর রহমান রিন্টু। 
অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, যাত্রী তো বাসে চলে যায়। এখন আর তেমন লঞ্চে মানুষ ওঠে না। তাই বুধবার একটা লঞ্চ গেছে। গতকাল রিজার্ভের পরও যাত্রীবাহী লঞ্চ যাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত